আর্কাইভ থেকে ক্রিকেট

শ্রীধরন শ্রীরামকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি

শ্রীধরন শ্রীরামকে নিয়ে সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি
বাংলাদেশ দলের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে। দেশে ফিরেছে টাইগাররা। এশিয়া কাপ থেকে বিশ্বকাপ পর্যন্ত সময়ের জন্য টি-টোয়েন্টির টেকনিক্যাল কনসালটেন্ট হিসেবে নিয়োগ দেয়া হয় শ্রীধরন শ্রীরামকে। দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা অবশ্য এখনো সিদ্ধান্ত নিতে পারেনি এই ভারতীয়র ব্যাপারে। আজ মঙ্গলবার (৮ নভেম্বর) মিরপুরে সাংবাদিকদের বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী জানান, ‘শ্রীরামের চুক্তি বিশ্বকাপ পর্যন্ত ছিল। এরপরেরটা হলো পলিসি ম্যাটার। এটা বোর্ডে আলাপ করে সিদ্ধান্ত  হবে। সেরকম কোনো সিদ্ধান্ত এই মুহূর্তে নাই। আমার মনে হয় হ্যাঁ বা না বলার ঠিক সময় না এটা। মাত্র টুর্নামেন্ট শেষ হলো, দল কেবলই ফিরল। হয়ত এটা নিয়ে সিদ্ধান্ত পাব, পেলে জানানো যাবে।এখনও দলের সঙ্গে আলাপ আলোচনায় বসা হয়নি তাদের। আর শ্রীরামের বিষয়টি সুরাহা হবে বোর্ড কর্তাদের আলোচনার পর।’ বিসিবি প্রধান নির্বাহী আরও বলেন, ‘খেলোয়াড়দের মূল্যায়ন বলেন আর যাই বলেন, দল তো কাল রাতেই মাত্র এলো। খেলোয়াড় বা টিম ম্যানেজমেন্ট বলুন কারো সঙ্গে আমাদের ফরমাল বা ইনফরমাল আলাপ হয়নি এখনো। এই ধরণের বিষয়গুলো জানার জন্য আমাদের আলোচনা করতে হবে।’ বাংলাদেশ দল শ্রীরামের অধীনে খেলেছে ১৩ ম্যাচ। যেখানে বাংলাদেশের জয় মাত্র চারটিতে। বাকি নয়টি ম্যাচই হেরেছে টাইগাররা। জয় পাওয়া চার ম্যাচের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত (২), জিম্বাবুয়ে (১) ও নেদারল্যান্ডস (১)। বড় দলগুলোর বিপক্ষে লড়াই করলেও হারতে হয়েছে সব ম্যাচে।      

এ সম্পর্কিত আরও পড়ুন শ্রীধরন | শ্রীরামকে | নিয়ে | সিদ্ধান্ত | নিতে | পারেনি | বিসিবি