আর্কাইভ থেকে উত্তর আমেরিকা

মাঝ আকাশে সংঘর্ষে গুঁড়িয়ে গেল দুই বিমান!

মাঝ আকাশে সংঘর্ষে গুঁড়িয়ে গেল দুই বিমান!
এয়ার শো চলাকালীন মর্মান্তিক দুর্ঘটনা। মাঝ আকাশে সজোরে ধাক্কা খেল দুটি বিমান পরস্পরের সঙ্গে, গুঁড়িয়ে গেল নিমেষেই। যদিও এখনও পর্যন্ত আমেরিকার ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, বিমানের পাইলটদের অবস্থা এখনও জানা যায়নি। দুর্ঘটনার মুহূর্তের সেই ভিডিও ছড়িয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শনিবার (১২ নভেম্বর) রাতে আন্তর্জাতিক সংবাদ সংস্থা সিএনএন’র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। টেক্সাসের ডালাস এক্সিকিউটিভ বিমানবন্দরে একটি এয়ার শোর আয়োজন করা হয়েছিল। সেখানেই একটি বড় আকারের বোয়িং বি-১৭ বোমারু বিমানের সঙ্গে অপেক্ষাকৃত ছোট একটি বিমানের সংঘর্ষ হয়। ছোট বিমানটি ছিল বেল পি-৬৩ কিংকোবরা। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা গেছে, এয়ার শো চলাকালে আকাশে নিজের গতিপথ ধরে সোজা এগোচ্ছে বোমারু বিমানটি। কিছু দূর এগোনোর পর পাশ থেকে উড়ে আসে আরেকটি বিমান।
বিমান
বিমান
নিয়ন্ত্রণ হারিয়ে সোজা সেই বিমান ধাক্কা খায় বোমারু বিমানের সঙ্গে। সঙ্গে সঙ্গে দুটি বিমানই ভেঙে আকাশ থেকে নিচে পড়ে যায়। মাঝ আকাশেই দেখা যায় ভাঙাচোরা বিমানের নানা অংশ টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ছে। দেখা যাচ্ছে আগুনের ফুলকিও। টেক্সাস বিমানবন্দরে এ এয়ার শো দেখতে অনেকে হাজির হয়েছিলেন। তাদের মধ্যেই কারও ক্যামেরায় দুর্ঘটনার দৃশ্য ধরা পড়ে। নেটমাধ্যমে যা রাতারাতি ভাইরাল। কীভাবে এমন দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে। ডালাসের মেয়র এরিক জনসন বলেছেন, শহরে এয়ার শো চলাকালে একটি ভয়ানক দুর্ঘটনা ঘটে গেছে। এখনো অনেক কিছুই তাদের অজানা। জাতীয় পরিবহণ নিরাপত্তা বোর্ড এবং ডালাস পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে গেছে। উল্লেখ্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিকে পরাস্ত করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল বি-১৭ বিমানটি। মোট চার ইঞ্জিন বিশিষ্ট বোমা নিক্ষেপণে সক্ষম বি-১৭, অন্যদিকে, পি-৬৩ কিংকোবরাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করা একটি যুদ্ধবিমান (Fighter Plane)। সোভিয়েত বিমানবাহিনীর সঙ্গে যুদ্ধে এটিকে ব্যবহার করা হয়েছিল। প্রসঙ্গত, ২০১৯ সালের ২ অক্টোবর বি-১৭ এর একটি বড়সড় দুর্ঘটনা হয়েছিল। উইন্ডসর লক্সে ওই দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছিলেন। https://twitter.com/GianKaizen/status/1591521366247112704?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1591521366247112704%7Ctwgr%5E8653d9f793570173653105e5c1c8dbe3f740aec9%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.khaskhobor.com%2Fworld%2Ftwo-fighter-planes-collide-in-mid-air-6-feared-dead%2F

এ সম্পর্কিত আরও পড়ুন মাঝ | আকাশে | সংঘর্ষে | গুঁড়িয়ে | দুই | বিমান