আর্কাইভ থেকে আফ্রিকা

নাইজেরিয়ায় বোকো হারাম শীর্ষ নেতার আত্নহত্যা, দাবি প্রতিদ্বন্দ্বী গ্রুপের

নাইজেরিয়ায় বোকো হারাম শীর্ষ নেতার আত্নহত্যা, দাবি প্রতিদ্বন্দ্বী গ্রুপের

আত্মহত্যা করেছেন নাইজেরিয়ার সশস্ত্র সংগঠন বোকো হারামের শীর্ষ নেতা আবুবকর শেকাউ। পশ্চিম আফ্রিকা প্রদেশের ইসলামিক স্টেটের একটি সংবাদ সংস্থায় অডিও রেকর্ডিংয়ে এই দাবি করেছে ওই অঞ্চলের প্রতিদ্বন্দ্বী সশস্ত্র সংগঠনগুলো।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, একাধিক সংবাদ সংস্থা যে অডিও রেকর্ডিং হাতে পেয়েছে তার ভিত্তিতে ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রোভিন্স আইএসডব্লিউএপি দাবি করে, বোকো হারামের সঙ্গে আরেকটি বিদ্রোহী সংগঠনের মধ্যে যুদ্ধের পর নিজের শরীরে বোমার বিস্ফোরণ ঘটিয়ে আত্মঘাতি হয়েছেন আবুবকর শেকাউ।

গেল মাসে শেকাউ মারা গেছেন বলে খবর রটেছিল। এর আগেও একাধিকবার বোকো হারামের এই শীর্ষ নেতা নিহত হওয়ার খবর প্রচার করা হয়েছিল।

এদিকে, অডিও বার্তায় মৃত্যুর সংবাদ প্রচার হলেও এখন পর্যন্ত শেকাউয়ের মৃত্যু নিশ্চিত করেনি বোকো হারাম বা নাইজেরিয়া সরকার কেউই।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন নাইজেরিয়ায় | বোকো | হারাম | শীর্ষ | নেতার | আত্নহত্যা | দাবি | প্রতিদ্বন্দ্বী | গ্রুপের