আর্কাইভ থেকে দেশজুড়ে

অপহৃত হননি চিকিৎসক কাউসার, আছেন ডিবি হেফাজতে

অপহৃত হননি চিকিৎসক কাউসার, আছেন ডিবি হেফাজতে
কিশোরগঞ্জে প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক ডা. মির্জা কাউসার (২৮) অপহৃত হননি। জঙ্গি সংশ্লিষ্টতায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে তুলে নিয়ে গেছে। তিনি বর্তমানে ঢাকায় ডিবি অফিসে পুলিশের হেফাজতে রয়েছেন। রোববার (১৩ নভেম্বর) রাত সোয়া ১১টার দিকে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ অধ্যাপক ডা. আ. ন. ম নৌশাদ খান। তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি প্রধান হারুন অর রশিদ রোববার (১৩ নভেম্বর) রাত ১০টার দিকে ফোনে তাকে বিষয়টি জানিয়েছেন। ডা. কাউসারের বাবার সঙ্গেও ডিবির পক্ষ থেকে ফোনে কথা বলা হয়েছে। শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কিশোরগঞ্জ শহরের খরমপট্টি এলাকার মেডিক্স কোচিং সেন্টারের দ্বিতীয় তলা থেকে ডা. মির্জা কাউসারকে কালো রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অজ্ঞাতরা। তিনি প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিকেল কলেজ হাসপাতালের ফার্মাকোলজি বিভাগের প্রভাষক। ডা. মির্জা কাউসার জেলার বাজিতপুর উপজেলার উজানচর গ্রামের মির্জা আবদুল হাকিমের ছেলে এবং মেডিক্স কোচিং সেন্টারের পরিচালক।

এ সম্পর্কিত আরও পড়ুন অপহৃত | হননি | চিকিৎসক | কাউসার | আছেন | ডিবি | হেফাজতে