আর্কাইভ থেকে ফুটবল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জিতেছে সব ফেভারিটরাই

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জিতেছে সব ফেভারিটরাই

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোন অঘটন নয়। জিতেছে সব ফেভারিটরা। ক্রোয়েশিয়াকে ১-০ গোলে হারিয়েছে র‌্যাঙ্কিংয়ের ১ নম্বর দল বেলজিয়াম। একই ব্যবধানে রোমানিয়াকে হারিয়েছে ইংল্যান্ড আর জর্জিয়ার বিপক্ষে নেদারল্যান্ডস এর জয় ৩-০ গোলে।
 
ইউরোর আগে শেষ বারের প্রস্তুতিটাও দারুন হলো বিশ্বর‍্যাংকিংয়ে সবার উপরে থাকা বেলজিয়ামের। এবার ধরাশায়ী শক্তিশালী ক্রোয়েশিয়া। প্রথমার্ধে রোমেলু লুকাকুর দারুন ফিনিশিং ব্যবধান গড়ে দেয়। বেলজিয়ান জার্সিতে ৬০তম গোল লুকাকুর। সেকেন্ড হাফে স্কোয়াডের অধিকাংশের পরীক্ষা নিতে পরিবতর্ন এসেছে দু দলেই। তবে তাতে ম্যাচের ভাগ্য বদলায়নি। তবে ম্যাচকে ছাপিয়ে আলোচনায় কেভিন ডি ব্রুইনার ফেরা। মুখের ইনজুরি কাটিয়ে সোমবার বেলজিয়ান ডেরায় যোগ দিচ্ছেন এ মিডফিল্ডার।

আরো একবার কোচ গ্যারেথ সাউথগেটের পরীক্ষা নীরিক্ষার পালা। রিভারসাইড স্টেডিয়ামে রোমানিয়ার বিপক্ষে শুরুর একাদশে তিন ফুটবলার বেন গডফ্রে, বেন হোয়াইট আর জেমস ওয়ার্ড যারা কিনা ইউরোর ২৬ সদস্যের স্কোয়াডেই নেই। তবে নজর কেড়েছেন কল্যালভার্ট লিউইন, জ্যাডন স্যঞ্চোর মত নিয়মিত ফুটবলাররা। এদিন অধিনায়কের আর্মব্যান্ড হাতে ২৪ বছর বয়সী মার্কাস র‍্যাশফোর্ড।

গোলশূন্য প্রথমার্ধের পর ৬৮ মিনিটে অধিনায়কের গোলে এগিয়ে যায় থ্রী লায়ন্স। পেনাল্টি থেকে ত্রাতা র‍্যাশফোর্ড। এর দশ মিনিট পর ব্যবধান বাড়তে পারতো। তবে স্পট কিক থেকে সযোগ কাজে লাগাতে ব্যর্থ জর্ডান হ্যান্ডারসন। র‍্যাশফোর্ডের ঐ এক গোলেই টানা ছয় জয়ে ইউরোর আগে পূর্ণ আত্মবিশ্বাসী করছে ইংলিশদের।

তবে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস। জর্জিয়ার বিপক্ষে চমক দেখিয়েছেন মেমফিস ডিপে। তিনজে ১ গোল করলেও অবদান রেখেছেন তিনটিতেই। ইউরোপার গ্রুপ সিতে তুলনামূলক সহজ প্রতিপক্ষ অরেঞ্জদের। ইউক্রেন, অস্ট্রিয়া আর নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে লড়বে ফ্র্যাঙ্ক ডি বো শীষ্যরা।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন আন্তর্জাতিক | প্রীতি | ম্যাচে | জিতেছে | ফেভারিটরাই