আর্কাইভ থেকে বাংলাদেশ

সাংবাদিকের গায়ে হাত তোলা হয়েছে, গলা টিপে ধরা হয়েছে : জিএম কাদের

সাংবাদিকের গায়ে হাত তোলা হয়েছে, গলা টিপে ধরা হয়েছে : জিএম কাদের

 

স্বাস্থ্যখাতের অর্থ অপচযয়ের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হচ্ছে। এসব যারা তুলে ধরছেন তারাও নানান রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিছুদিন আগেই একজন সাংবাদিককে হেনস্তা করা হয়েছে। তার গায়ে হাত তোলা হয়েছে। তার গলা টিপে ধরা হয়েছে। বললেন সংসদে বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের (জিএম কাদের)।

আজ সোমবার (৭ জুন) জাতীয় সংসদে বাজেট আলোচনায় এ কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ওই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। এখন অনেকে বলছে তার বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দেয়া হতে পারে। কারণ কী?

বিরোধীদলীয় উপনেতা বলেন, স্বাস্থ্যখাতে যেটাও মঞ্জুরি দেয়া হচ্ছে, বিভিন্ন সময়ে সেখানে বেশিরভাগ অর্থ অপচয় হচ্ছে। যারা অপচয় করছেন তাদের শাস্তি হচ্ছে না। পুকুর চুরি করে কোনো ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে তারা।

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সাংবাদিকের | গায়ে | হাত | তোলা | হয়েছে | গলা | টিপে | ধরা | হয়েছে | | জিএম | কাদের