ঢাকার সাভারে পটুয়াখালি কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আবু বক্কর সিদ্দিককে ছুরিকাঘাত ঘটনায় পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা সবাই ডাকাত দলের সদস্য। গেলো বুধবার (১৬ নভেম্বর) ভোর রাতে সাভার ও ঢাকা মহানগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাজুন্দি গ্রামের রাসেল ফকির (২০), কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া গ্রামের মো. নাঈম (২০), ঢাকার পশ্চিম ভাষানটেক এলাকার মো. কামরুল হাসান (২২), মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী চর গ্রামের সজীব আহমেদ (২০), দৌলতপুর উপজেলার খালশি গ্রামের গোলাম মোস্তফা (২৫) এবং পাবনার বেড়া উপজেলার ছোট পায়না গ্রামের মো. আরমান (২১)। তাঁরা সবাই অস্থায়ীভাবে সাভারের বিভিন্ন স্থানে বসবাস করতেন।
আজ বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে সাভার মডেল থানায় ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে একথা জানান ।
পুলিশ জানায়, সাভারের সিএমবি এলাকায় সার্ভে এন্ড সেটেলমেন্ট প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিতে আসেন বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকতারা। সেখানে পটুয়াখালি জেলার কলাপাড়া উপজেলার সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিকও প্রশিক্ষণ নিতে আসেন। এর পর তিনি গেলো ১৫ নভেম্বর রাতে সাভারে কাজ শেষ করে একটি লোকাল বাসে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের সিএমবি এলাকায় নামেন। এর পর তাকে একদল অস্ত্রধারী ছিনতাইকারী ছুরিকাঘাত করে নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করে।
পরে সেই দিনেই ভুক্তভোগীর পরিবার অজ্ঞাত আসামীদের নামে সাভার মডেল থানায় মামলা দায়ের করলে পুলিশ পাঁচ জন ডাকাতকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃত ডাকাতদের আদালতে প্রেরণ করা হয়। এ ঘটনার পর থেকে সাভার ও আশুলিয়ায় বিভিন্ন সড়কে নিরাপত্তা ব্যবস্থা জোর করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান।