আর্কাইভ থেকে দেশজুড়ে

নোয়াখালীতে কাঙ্ক্ষিত সেবা মিলছে না করোনা রোগীদের

নোয়াখালীতে কাঙ্ক্ষিত সেবা মিলছে না করোনা রোগীদের

করোনায় প্রতিদিন গড়ে শতাধিক মানুষ আক্রান্ত হলেও, নাজুক নোয়াখালীর স্বাস্থ্যসেবা। ১২০ শয্যার কোভিড হাসপাতাল নির্মাণের পরও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। মিলছে না আইসিইউ সুবিধা। নোয়াখালী জেনারেল হাসপাতালেও সেবা না পেয়ে হতাশ অন্যান্য রোগীরা। একই অবস্থা জেলার ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
 
নোয়াখালীর করোনা পরিস্থিতি আগের চেয়ে উর্ধ্বমুখী। প্রতিদিন গড়ে শনাক্ত হচ্ছে শতাধিক মানুষ। সংক্রমণ রোধে এরইমধ্যে লকডাউনে আছে নোয়াখালি পৌরসভাসহ ছয়টি ইউনিয়ন।

করোনা মোকাবেলায় বিশেষায়িত হাসপাতাল হলেও সংকট চরমে। হাসপাতালে দুইটি আইসিইউ ব্যবস্থা থাকলেও চালু হয়নি পুরোদমে।  
 
সঠিক চিকিৎসা ছিটে ফোঁটাও নেই নোয়াখালী জেনারেল হাসপাতালের। চিকিৎসকসহ নানা সংকটে বেকায়দায় পড়েছে রোগীরা। তদারকির অভাবে ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে ওয়ার্ড ও হাসপাতাল চত্বর। 
 
একই অবস্থা চর আলগী আধুনিক হাসপাতালেও। শুরুতে চিকিৎসকসহ ৩২ জন সেবাদাতা থাকলেও এখন আছেন মাত্র ৪ জন। আধুনিক অপারেশন থিয়েটার ও যন্ত্রপাতি থাকলেও সবই অকেজো। স্বাস্থ্যসেবার এই বেহাল দশা ৯টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও। 

করোনাসহ সার্বিক স্বাস্থ্যসেবা নিয়ে কথা বলতে চাননি সিভিল সার্জন। তবে নানা সংকটের কথা জানালেও দাবি, সেবা নিশ্চিতের চেষ্টা চলছে। 

এএ

এ সম্পর্কিত আরও পড়ুন নোয়াখালীতে | কাঙ্ক্ষিত | সেবা | মিলছে | করোনা | রোগীদের