আর্কাইভ থেকে শিক্ষা

অভিন্ন গ্রেডিং পদ্ধতি মানছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়

অভিন্ন গ্রেডিং পদ্ধতি মানছে না বেসরকারি বিশ্ববিদ্যালয়
দেশের প্রায় ৪৫ লাখ শিক্ষার্থী বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিচ্ছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসির) হিসেবে ১০৮ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গড়ে ভর্তি হয় ২ লাখ ৬৬টি হাজারের ও বেশি শিক্ষার্থী। দেশের উচ্চশিক্ষা বেসরকারি প্রতিষ্ঠানগুলো ইউজিসির নিয়ম-নীতি খুব একটা তোয়াক্কা করে না। এসব বেসরকারী বিশ্ববিদ্যালয় নিজেদের তৈরি পদ্ধতি অনুযায়ী ইচ্ছামতো গ্রেডিং ও লেটার গ্রেড প্রদান করছে। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কাছে ইউজিসির  নীতিমালা যেন অনেকটা নির্দেশনার মধ্যেই সীমাবদ্ধ। ইউজিসি প্রণীত গ্রেডিং পদ্ধতিতে দেখা যায়, ৮০ বা এর বেশি নম্বর পেলে একজন শিক্ষার্থীকে ‘এ-প্লাস’ বা সিজিপিএ-৪ দেওয়া হবে। ৭৫ থেকে ৭৯ নম্বর পেলে তা ‘এ রেগুলার’ বা সিজিপিএ-৩ দশমিক ৭৫ এবং ৭০ থেকে ৭৪ পেলে ‘এ মাইনাস’ বা সিজিপিএ-৩ দশমিক ৫ পাবে। ৬৫ থেকে ৬৯ এর জন্য ‘বি প্লাস’ বা সিজিপিএ-৩ দশমিক ২৫, ৬০ থেকে ৬৪ এর কম পেলে তা ‘বি রেগুলার’ বা সিজিপিএ-৩ হিসাবে শনাক্ত করা হবে। একইভাবে ৫৫ থেকে ৫৯ এর জন্য ‘বি মাইনাস’ বা সিজিপিএ-২ দশমিক ৭৫; ৫০ থেকে ৫৪-এর জন্য এ ‘সি প্লাস’ বা সিজিপিএ-২ দশমিক ৫ দেওয়া হবে। ব্যক্তি পরীক্ষায় ৪৫ থেকে ৪৯ পেলে তা ‘সি রেগুলার’ বা সিজিপিএ-২ দশমিক ২৫; ৪০ থেকে ৪৪ পেলে ‘ডি’ বা সিজিপিএ-২ অধিকারী হবেন তিনি। ৪০-এর কম হলে ‘এফ’ বা অকৃতকার্য দেওয়ার নির্দেশনা রয়েছে ইউজিসির। কিন্তু দেশের প্রথম সারির বেসরকারির বিশ্ববিদ্যালয়গুলো এই নিয়ম মানেনা। নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পাশ নম্বর ৬০। অর্থাৎ কোনো শিক্ষার্থী যদি ৫৯ পেয়ে তাকে তাকে অকৃতকার্য ধরা হয়। ওই বিশ্ববিদ্যালয়ে সিজিপিএ-৪ পেতে হলে পরীক্ষায় ৯৩ নম্বর পেতে হবে। অন্যদিকে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৯০ নম্বর পেলেই একজন শিক্ষার্থী সিজিপিএ-৪ অর্জন করে। ওই প্রতিষ্ঠানে পাশ নম্বর ৫০। এর কম পেলে অকৃতকার্য ধরা হয়। এছাড়া ইনডিপেনডেন্ট ইউনিভাসির্টিতে এ প্লাসকে বলা হয় ‘এক্সিলেন্স’ আর লেটার গ্রেডে ‘এ’।  কিন্তু কত নম্বর পেলে এ গ্রেড দেওয়া হয় সেটি অস্পষ্ট। অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় বা বুয়েটে কোনো শিক্ষার্থী ৮০ নম্বর পেলে তাকে দেয়া হয় সিজিপিএ-৪। আর এই দুই প্রতিষ্ঠানেই পাশ নম্বর ৪০। সাধারণ শিক্ষার্থীরা মনে করছেন এমন হযবরল এর কারনে তারা অনেকে ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। পাশাপাশি তার চাকরির বাজারে পিছিয়ে পড়ছেন। ইউজিসির  পরিচালক মো. ওমর ফারুখ বলেছেন, বেশ কিছু বেসরকারী বিশ্ববিদ্যালয় তাদের নীতি মালা মানছে না। তবে এ প্রসঙ্গে জানতে চাইলে ইউল্যাবের সহকারী অধ্যাপক ওয়াজির আহমদ মনে করছেন, আস্থার সংকট থেকে এমন হচ্ছে। এই শিক্ষাবিদ মনে করেন, দেশের পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করে একটি নীতিমালা প্রনয়ন এবং বাস্তবায়ন করলে সমস্যার সমাধান হতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন অভিন্ন | গ্রেডিং | পদ্ধতি | মানছে | বেসরকারি | বিশ্ববিদ্যালয়