আর্কাইভ থেকে এশিয়া

চীনের ওয়ার্কশপে আগুন, নিহত ৩৬

চীনের ওয়ার্কশপে আগুন, নিহত ৩৬
মধ্য চীনের হেনান প্রদেশের আনিয়াং শহরের একটি ওয়ার্কশপে আগুন লেগে ৩৬ জন মারা গেছেন। এখনো দুইজন নিখোঁজ রয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম। সোমবার (২১ নভেম্বর) স্থানীয় সময় অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। মঙ্গলবার (২২ নভেম্বর) এ তথ্য কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বলে জানিয়েছে বার্তাসংস্থা আলজাজিরা। আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর বরাত দিয়ে আলজাজিরা জানায়, সোমবার বিকেল ৪টা ২২ মিনিট নাগাদ আয়াং শহরের একটি কারখানায় আগুন লাগে। যা নিয়ন্ত্রণে আসে রাত ৮টায়। তবে অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি। একটি সরকারি বিবৃতিতে বলা হয়, অ্যানিয়াং-এর 'হাই টেক জোন'-এ একটি ছোট, ব্যক্তিগত মালিকানাধীন ফার্মের একটি প্ল্যান্টে আগুন লাগার ঘটনা ঘটে। ২০০টিরও বেশি উদ্ধারকর্মী এবং ৬০ জন ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। আরও জানা যায়, চীনে শিল্প দুর্ঘটনার ইতিহাস রয়েছে, যা প্রায়ই প্রতিযোগিতামূলক পরিবেশে নিরাপত্তা বিধিগুলির দুর্বল সম্মতির কারণে ঘটে। খারাপ স্টোরেজ পরিস্থিতি, তালাবদ্ধ প্রস্থান এবং অগ্নিনির্বাপক সরঞ্জামের অভাব এই দুর্ঘটনার মূল কারণ হিসাবে উল্লেখ করা হয়।  

এ সম্পর্কিত আরও পড়ুন চীনের | ওয়ার্কশপে | আগুন | নিহত | ৩৬