আর্কাইভ থেকে দেশজুড়ে

মাটি পোড়ানো ছাড়াই তৈরি হচ্ছে কংক্রিট ইট

মাটি পোড়ানো ছাড়াই তৈরি হচ্ছে কংক্রিট ইট

কাঠ-কয়লা আর মাটি ছাড়াই দিনাজপুরে তৈরি হচ্ছে কংক্রিটের ইট। এসব ব্লক ইট তৈরিতে মাটির ব্যবহার না হওয়ায় প্রয়োজন হয় না পোড়ানোর। এতে ইটভাটার বিষাক্ত গ্যাস থেকে রক্ষা পাচ্ছে জমির ধান, বিভিন্ন ফসল ও ফল-ফলাদি। সাশ্রয়ী ও পরিবেশবান্ধব হওয়ায় এই ইটের চাহিদা বাড়ছে।
 
পাথরগুঁড়া, সিমেন্ট, বালু দিয়ে আধুনিক প্রযুক্তিতে দিনাজপুরে তৈরি হচ্ছে কংক্রিটের ব্লক।

এসব ব্লক ইট তৈরিতে মাটির ব্যবহার না হওয়ায় প্রয়োজন হয় না পোড়ানোর। এতে ইটভাটার বিষাক্ত গ্যাস থেকে রক্ষা পাচ্ছে জমির ধান, বিভিন্ন ফসল ও ফল-ফলাদি।

সংশ্লিষ্টরা বলছেন, ইটের পরিবর্তে এই ব্লক দিয়ে ঘর কিংবা আবাসন নির্মাণ হলে ব্যয় কমবে কমপক্ষে ৩০ থেকে ৪০ শতাংশ। পাশাপাশি হবে ভূমিকম্প সহনশীল।

পরিবেশ অধিদপ্তর বলছে, এই ব্লক ইট ব্যবহারে সরকার আন্তরিক। যারা উদ্যোগ নেবে দেয়া হবে সব ধরণের সহায়তা।

আগামী ২০২৫ সালের মধ্যে সরকারি সব স্থাপনা ব্লক ইট ব্যবহারের সিদ্ধান্ত রয়েছে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন মাটি | পোড়ানো | ছাড়াই | তৈরি | হচ্ছে | কংক্রিট | ইট