কাতার বিশ্বকাপে ‘সি’ গ্রুপের শেষ ম্যাচে আজ হবে ব্লকবাস্টার লড়াই। কারন দুটি করে ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, পোল্যান্ড, সৌদি আরব ও মেক্সিকো। তবে কোনো দলই শেষ ষোলোতে খেলার যোগ্যতা নিশ্চিত করতে পারেনি। আবার এসব দলগুলোর বিশ্বকাপের সামনে এগিয়ে যাওয়ার আশাও শেষ হয়ে যায়নি। আজ গ্রুপের ফাইনালে ম্যাচেই নির্ধারিত হবে চারটি দলের ভাগ্য।
শেষ ষোলোর টিকেট পেতে আজ রাত একটায় একইসঙ্গে মাঠে নামবে চার দল। আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে পোল্যান্ড, আর সৌদি আরবের বিরুদ্ধে লড়াই করবে মেক্সিকো।
দুই ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ‘সি’ গ্রুপের শীর্ষ দল পোল্যান্ড। সমান সংখ্যক ম্যাচ খেলে এক পয়েন্ট কম পেয়ে আর্জেন্টিনার অবস্থান দ্বিতীয়। অন্যদিকে পয়েন্ট সমান কিন্ত গোল ব্যবধানে পিছিয়ে থাকা সৌদি আরবের অবস্থান তিন-এ। আর এক পয়েন্ট নিয়ে পয়েন্টের তলানিতে আছে মেক্সিকো।
নিজেদের শেষ ম্যাচে আর্জেন্টিনা ও সৌদি আরব জিতলে ৬ পয়েন্ট নিয়ে শেষ ষোলতে পৌছে যাবে তারা। তখন পোল্যান্ডের পয়েন্ট হবে চার। আর মেক্সিকোর পয়েন্ট থাকবে মাত্র ১। আর যদি পোল্যান্ড ও মেক্সিকো জয়ী হয়, বাদ পড়বে ৩ পয়েন্ট পাওয়া আর্জেন্টিনা ও সৌদি আরব। ৭ পয়েন্ট নিয়ে পোল্যান্ড আর ৪ পয়েন্ট নিয়ে মেক্সিকো উঠে যাবে নক আউট পর্বে।
আপস....
আজকের খেলায় পোল্যান্ড-আর্জেন্টিনার ম্যাচ ড্র হলে এবং মেক্সিকো যদি সৌদি আরবকে হারায়, তাহলে ৫ পয়েন্ট নিয়ে শেষ ষোল নিশ্চিত করবে পোল্যান্ড। তবে জয়ের পরও মেক্সিকো যদি গোল ব্যবধানে পিছিয়ে থাকে। তখন মেক্সিকোর সমান ৪ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে পৌছে যাবে মেসি বাহিনী। বাদ পড়বে মেক্সিকো ও সৌদি আরব। জয়ের পর গোল ব্যবধানে আর্জেন্টিনার চেয়ে এগিয়ে থাকলে পোল্যান্ডের সঙ্গী হতে পারবে মেক্সিকো।
অন্যদিকে পোল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ ড্র হওয়ার পর সৌদি আরব যদি মেক্সিকোকে হারায়, তাহলে ৬ পয়েন্ট নিয়ে সৌদি আরব, আর ৫ পয়েন্ট নিয়ে পোল্যান্ড নকআউট পর্বে উঠবে। ৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার ও ১ পয়েন্ট নিয়ে শেষ হয়ে যাবে মেক্সিকোর বিশ্বকাপ মিশন।
আর যদি চার দলই নিজেদের ম্যাচ ড্র করে। তাহলে ৫ পয়েন্ট নিয়ে পোল্যান্ড এবং ৪ পয়েন্ট নিয়ে শেষ ষোলতে যাবে আর্জেন্টিনা। ৪ পয়েন্ট হলেও, আর্জেন্টিনার চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায়, বাদ পড়বে সৌদি আরব। আর ২ পয়েন্ট নিয়ে বিশ্বকাপের সমাপ্তি ঘটাতে হবে মেক্সিকোকে।
জটিল এমন সমীকরণ শেষে কোন দুই দল ‘সি’ গ্রুপ থেকে শেষ ষোলোর ঘরে পা রাখে সেটির দেখার অপেক্ষায় প্রহর গুনছে বিশ্বের কোটি কোটি ফুটবল সমর্থক।