আর্কাইভ থেকে দুর্ঘটনা

স্মার্টফোন কিনে না দেয়ায় অভিমান করে কিশোরের আত্মহত্যা

স্মার্টফোন কিনে না দেয়ায় অভিমান করে কিশোরের আত্মহত্যা

চাঁদপুরে স্মার্টফোন কিনে না দেয়ায় বাবা-মায়ের সাথে অভিমান করে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত ওই কিশোরের নাম সোহাগ (১৪)। সোহাগ ওই গ্রামের সোনা মিয়া গাজীর ছেলে।

শুক্রবার জুমার নামাজের সময় শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্বজনরা জানান, কয়েকদিন ধরে স্মার্টফোন কিনে দেয়ার জন্য বাবা-মায়ের কাছে আবদার করে আসছিল সোহাগ। শুক্রবার জুমার নামাজের আগে ফোন কিনে নেয়ার কথা ছিল। কিন্তু ফোন কিনে না দেয়ায় জুমার নামাজের একটু আগে সে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়।

চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক শাহজাহান জানান, মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন স্মার্টফোন | কিনে | দেয়ায় | অভিমান | করে | কিশোরের | আত্মহত্যা