আর্কাইভ থেকে ক্রিকেট

টানা দুই ম্যাচ পরিত্যাক্ত, ভারতের বিপক্ষে সিরিজ জিতলো কিউইরা

টানা দুই ম্যাচ পরিত্যাক্ত, ভারতের বিপক্ষে সিরিজ জিতলো কিউইরা
নিউজিল্যান্ডে অনুষ্ঠিত তিন ম্যাচ ওয়ান্ডে সিরিজের টানা দুই ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যাক্ত হওয়ায় প্রথম ম্যাচের জয় নিয়ে সিরিজ জিতলো নিউজিল্যান্ড। সবেশষ আজকে অনুষ্ঠিত ম্যাচটি টচে হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। টিম সাউদি ও অ্যাডাম মিলনের বোলিং তোপে ৪৭.৩ ওভার খেলে ২১৯ রানেই গুটিইয়ে যায় ভারতের ইনিংস। ভারতের হয়ে শ্রেয়াস আয়ার করেন ৪৯ রান এবং  ওয়াসিংটন সুন্দর করেন ৫১ রান। জবাবে খেলতে নেমে মাত্র ১৮ ওভারে ১ উইকেট হারিয়ে নিউজিল্যান্ড সংগ্রহ করে ১০৪ রান। বৃষ্টির একটু আগে আউট হয়ে যাওয়া অ্যালেন করেন ৫৪ বলে ১৭ এবং কানওয়েল অপারাজিত থাকেন ৫১ বলে ৩৮ রানে। আর ঠিক তখনি বৃষ্টি শুরু হলে খেলা আর মাঠে গড়ায়নি। আর ২০ ওভার শেষ না হওয়ায় ড্রাক উইথ লুজ পদ্ধতিতে খেলার ফলাফল ঘোষণা করতে পারে না অম্পায়রা। তাই পরিত্যাক্ত হয় ম্যাচটি। আর আগে ২৭ নভেম্বর অনুষ্ঠিত ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয় এবং ২৫ নভেম্বর অনুষ্ঠিত প্রথম ম্যাচটি ৭ উইকেটে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। প্রথম ম্যাচে জয় থাকায় সিরিজ জিতে যায় নিউজিল্যান্ড। ম্যান অফ দা সিরিজ হন কিউয়িদের উইকেট কিপার ব্যাটসম্যান টম ল্যাথাম।

এ সম্পর্কিত আরও পড়ুন টানা | দুই | ম্যাচ | পরিত্যাক্ত | ভারতের | বিপক্ষে | সিরিজ | জিতলো | কিউইরা