আর্কাইভ থেকে দেশজুড়ে

রাজশাহীতে চলছে পরিবহন ধর্মঘট

রাজশাহীতে চলছে পরিবহন ধর্মঘট
রাজশাহীতে বৃহস্পতিবার (১ ডিসেম্বর) ভোর থেকে পরিবহন ধর্মঘট শুরু হওয়ার কথা থাকলেও আন্তঃজেলা বাস বুধবার (৩০ নভেম্বর) রাত থেকেই ধর্মঘট শুরু হয়েছে। তবে ঢাকাসহ দূরপাল্লার বাসগুলো ছেড়ে যেতে দেখা গেছে। নগরের ভদ্রা বাস কাউন্টার থেকে ঢাকা বাদে দেশের অন্যান্য বিভাগ ও জেলায় বাস ছেড়ে যায়। রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সেখানে অবস্থান করে দেখা যায়, কাউন্টারে বাস নেই। অনেক যাত্রী এখান থেকে বাস না পেয়ে ফিরে যাচ্ছেন। বিএনপি বলছে, অন্যান্য গণসমাবেশের মতো রাজশাহীর গণসমাবেশে মানুষকে আসতে বাধা দিতে এই পরিবহন ধর্মঘট ডাকা হয়েছে। তবে পরিবহন মালিক সমিতি বলছে, গণসমাবেশের সঙ্গে তাদের ডাকা ধর্মঘটের কোনো যোগসূত্র নেই। মহাসড়কে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে গেলো শনিবার ধর্মঘটের হুঁশিয়ারি দেয় পরিবহন মালিক সমিতি। পরে রাজশাহী বিভাগীয় কমিশনারসহ জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনকে চিঠি দেন তারা। কোনো আশ্বাস না পেয়ে বুধবার বিকালে বৃহস্পতিবার ভোর থেকে পরিবহন ধর্মঘটের ডাক দেন তারা।

এ সম্পর্কিত আরও পড়ুন রাজশাহীতে | চলছে | পরিবহন | ধর্মঘট