আর্কাইভ থেকে ফুটবল

কঠিন সমীকরণে মাঠে নামছে গ্রুপ-ই এর চার দল

কঠিন সমীকরণে মাঠে নামছে গ্রুপ-ই এর চার দল
জাপানের সাথে প্রথম ম্যাচে হার এবং দ্বিতীয় ম্যাচে স্পেনের সাথে ড্র করে মাত্র ১ পয়েন্ট হাতে নিয়ে টেবিলের তলানীতে অবস্থান করছে চার বারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। একটি করে জয় ও ড্র নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে স্পেন এবং একটি জয় ও একটি ড্র নিয়ে সমান সংখ্যক ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছে জাপান ও কোস্টারিকা। কে যাবে নকআউটে এ জন্য অপেক্ষা করতে হবে আজ রাত ১ টা পর্যন্ত। জার্মানির আজ প্রতিপক্ষ কোস্টারিকা। জার্মানিকে সেকেন্ড রাউন্ডে যেতে হলে জিততেই হবে এই ম্যাচ এবং তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকে। জাপান যদি হারে তাহলে জার্মানির নক আউট নিশ্চিত। কিন্তু যদি ড্র করে তাহলে জার্মানিকে জিততে হবে ২ গোল ব্যাবধানে। ১ গোলে ব্যাবধানে জিতলে তখন হিসেব করতে হবে গোল ব্যবধান, গোল সংখ্যা, মুখোমুখি লড়াই এবং সবশেষে ফেয়ার প্লে পয়েন্ট। আর স্পেন যদি হেরে যায় তাহলে কঠিন হবে চার বারে বিশ্ব চ্যাম্পিয়নদের।কারণ গোল ব্যবধানে অনেক এগিয়ে স্পেন। তখন জার্মানিকে ৮ গোলের ব্যবধানে জিতেতে হবে কিংবা স্পেনকে ৮ গোলের ব্যবধানে হারতে হবে। জাপানের বিপক্ষে ড্র করলেও শেষ ষোলো নিশ্চিত হবে স্পেনের এবং জিতলে হবে গ্রুপ সেরা।আর ড্র করলে অন্য ম্যাচটি ড্র হতে হবে অথবা জার্মানিকে জিততে হবে তাহলে গ্রুপ সেরা হবে স্পেন। অন্য ম্যাচটি যদি ড্র হয়, তাহলে সর্বোচ্চ ১৩ গোলের ব্যবধানে হারলেও পরের ধাপে উঠবে স্প্যানিশরা। স্পেন হারলে এবং জার্মানি জিতলে তাদের পয়েন্ট হবে সমান ৪, তখন একে একে দেখা হবে গোল ব্যবধান, গোল সংখ্যা, মুখোমুখি লড়াই এবং সবশেষে ফেয়ার প্লে পয়েন্ট। জাপান জিতলে নিশ্চিত হবে নকআউট পর্ব। আর নিজেরা জিতলে এবং অন্য ম্যাচ ড্র হলে অথবা জার্মানি জিতলে অথবা কোস্টারিকা সর্বোচ্চ ৫ গোলের ব্যবধানে জিতলে গ্রুপ সেরা হবে জাপান। দুটি ম্যাচই ড্র হলে গোল ব্যবধানে এগিয়ে শেষ ষোলোয় উঠবে জাপান। জাপান ড্র করলে এবং জার্মানি ন্যূনতম ব্যবধানে জিতলে দুই দলের পয়েন্ট ও গোল ব্যবধান হবে সমান। তখন দেখা হবে কে বেশি গোল করেছে, সেখানেও সমতা থাকলে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে নকআউটে উঠবে। জিতলেই নকআউট পর্ব নিশ্চিত কোস্টারিকার । ড্র করলেও কোস্টা রিকার থাকবে সুযোগ, তবে প্রার্থনা করতে হবে যেন স্পেনের বিপক্ষে জাপান হারে। কোস্টা রিকা যদি ড্র করে এবং স্পেন যদি হারে, তাহলে দুই দলের মধ্যে গ্রুপ রানার্সআপ প্রথমে নির্ধারিত হবে গোল ব্যবধানে।

এ সম্পর্কিত আরও পড়ুন কঠিন | সমীকরণে | মাঠে | নামছে | গ্রুপই | এর | চার | দল