আর্কাইভ থেকে আন্তর্জাতিক

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী মোদি

লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী মোদি
ভারতের গুজরাটের বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় আহমেদাবাদের রানিপে গিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিত। সোমবার (৫ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা নাগাদ ভোট দিতে রানিপের নিশান পাবলিক স্কুলে পৌঁছন মোদি। অন্য ভোটদাতাদের সঙ্গেই রীতিমতো লাইন দিয়ে ভোট দিলেন প্রধানমন্ত্রী। তাকে দেখেই ওই বুথে 'মোদী মোদী' রব ওঠে। ভোটের লাইনে প্রধানমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন সকলেই। গণতন্ত্রের উৎসবে অংশ নিতে পেরে তিনি উচ্ছ্বসিত বলে জানান নরেন্দ্র মোদি। বুথ পর্যন্ত হেঁটে যাওয়ার সময় রাস্তার দু’পাশে থাকা জনগণকে ‘মোদী, মোদী’ বলে সমস্বরে স্লোগান দিতেও দেখা গিয়েছে। ভোট দিয়ে বেরিয়ে এসে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘যে ভাবে নির্বাচন হচ্ছে, তা একটি দৃষ্টান্ত তৈরি করেছে। এত সুন্দর এবং স্বচ্ছ ভাবে নির্বাচন পরিচালনার জন্য আমি নির্বাচন কমিশনকেও আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি।’ গুজরাতের দ্বিতীয় দফার ভোটদান পর্বে প্রধানমন্ত্রীর পাশাপাশি ভোট দিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র পটেল। সাড়ে ১০টার কিছুক্ষণ পরে আমদাবাদের নারানপুরায় এসে ভোট দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ছেলে জয় শাহ-সহ তার পরিবারের বাকি সদস্যরা। সোমবার সকাল ৮টা থেকে গুজরাতে দ্বিতীয় এবং চূড়ান্ত দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। এই দফায় মোট ৯৩টি আসনে ভোটগ্রহণ হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন লাইনে | দাঁড়িয়ে | ভোট | দিলেন | প্রধানমন্ত্রী | মোদি