আর্কাইভ থেকে এশিয়া

আফগানিস্তানে আলাদা হামলায় নিহত সাত

আফগানিস্তানে আলাদা হামলায় নিহত সাত

আফগানিস্তানের রাজধানী কাবুলে আলাদা হামলায় নিহত হয়েছে অন্তত সাতজন। আহত হয়েছে আরও কমপক্ষে ছয়জন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্বৃতি দিয়ে জানানো হয়, কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় দুটি মিনি ভ্যান লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে নিহত হয়েছে অন্তত সাতজন।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আহমদ জিয়া জানান, কাবুলের একই রাস্তায় দুই কিলোমিটারের মধ্যে দুটি মিনি ভ্যানকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়। প্রথম বিস্ফোরণে ঘটনাস্থলে ছয়জন নিহত হয়। আহত হয় দুইজন। পরে মুহাম্মদ আলী জিন্নাহ হাসপাতালের সামনে আরেকটি বিস্ফোরণ হয়। এতে নিহত হয় একজন। আহত হয় আরও চারজন।

এদিকে, এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কোনো সশস্ত্র গোষ্ঠি। হামলায় কোন ধরনের বোমা ব্যবহার করা হয়েছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত করছে কাবুলের পুলিশ কর্মকর্তারা।

সম্প্রতি কাবুলে শিয়া মতাবলম্বী হাজারা সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা বেড়ে গেছে। কাবুলের শিয়া অধ্যুষিত এলাকায় নিয়মিত এ ধরনের হামলা চালিয়ে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠী ইসলামিক স্টেট।

চলতি মাসে কাবুলে এখন পর্যন্ত চারটি আলাদা হামলায় হাজারা সম্প্রদায়ের অন্তত ১৮ জন সদস্য নিহত হয়েছে।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন আফগানিস্তানে | আলাদা | হামলায় | নিহত | সাত