আর্কাইভ থেকে দেশজুড়ে

টাঙ্গাইলে একদিনে করোনায় তিনজনের মৃত্যু

টাঙ্গাইলে একদিনে করোনায় তিনজনের মৃত্যু

টাঙ্গাইলে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২ জনের বাড়ি টাঙ্গাইলের দেলদুয়ার ও একজনের বাড়ি কালিহাতী উপজেলায়।

এছাড়া গত ২৪ ঘন্টায় ৭১টি নমুনা পরীক্ষায় জেলায় ২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে দেলদুয়ার উপজেলায় ৭ জন, কালিহাতীতে ৫ জন, ঘাটাইলে ১০ জন ও গোপালপুরের ১ জন।

টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন জানিয়েছেন, জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ হাজার ৪৫৫ জনে। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৩১২ জন। আর এখন পর্যন্ত মোট মারা গেছেন ৯৫ জন।

এদিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে মোট ৩৫১জন রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৪৮ জন। উন্নত চিকিৎসার জন্য অন্যান্য হাসপাতালে রেফার্ড করা হয়েছে ৬০ জন।

বর্তমানে টাঙ্গাইল জেনালে হাসপাতালে আইসিউ বেডে ৪ জন ও জেনারেল বেডে ১৭ জন চিকিৎসাধীন রয়েছেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন টাঙ্গাইলে | একদিনে | করোনায় | তিনজনের | মৃত্যু