আর্কাইভ থেকে দেশজুড়ে

গাইবান্ধায় নারী সমাবেশ ও র‍্যালী

গাইবান্ধায় নারী সমাবেশ ও র‍্যালী
নারী জাগরনের পথিকৃৎ মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৪২ তম জন্ম ও ৯০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাইবান্ধায় সমাবেশ ও র‌্যালী করা হয়েছ। আজ শনিবার (১০ ডিসেম্বর) বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্র জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। বাসক (মার্কসবাদী) দলীয় কার্যালয়ে এক সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বক্তাগন বলেন, বেগম রোকেয়া যিনি নারী জাগরণের অগ্রদূত ছিলেন। তিনি সমাজের কুসংস্কার, গোঁড়ামি, প্রতিকুলতা এবং সীমাবদ্ধতা সাহসের সাথে মোকাবেলা করে নারীদের শিক্ষা-সংস্কৃতি, আত্মনির্ভরশীলতার রুচি বিণির্মানে নিরন্তর সংগ্রাম করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাকে শুধু লালন করাই নয়, তা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ সংগ্রাম করা আজ সময়ের দাবী। বক্তারা সামাজিক অবক্ষয় রোধে অপসংস্কৃতি-অশ্লীলতা, নারী-শিশু নির্যাতন-ধর্ষণ-হত্যা, পর্ণোগ্রাফি ও মৌলবাদ-সাম্প্রদায়িকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহবান জানান। সেইসাথে সামাজিক নিরাপত্তা কর্মসূচির নামে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া উপজেলা পরিষদের পিয়ন নুরু-মুক্তি প্রতারকদের দৃষ্টান্তমুলক শাস্তি ও টাকা উদ্ধারের কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান। সংগঠনের জেলা সভাপতি সুভাষিনী দেবীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) গাইবান্ধা জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, নারী মুক্তি কেন্দ্র জেলা সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, নারী সংগঠক রাহেলা সিদ্দিকা, লিজা উল্যাহ প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন গাইবান্ধায় | নারী | সমাবেশ | ও | র‍্যালী