আর্কাইভ থেকে ক্রিকেট

২২৭ রানের বিশাল ব্যবধানে হারলো টাইগাররা

২২৭ রানের বিশাল ব্যবধানে হারলো টাইগাররা
ঈশান কিশানের ডাবল সেঞ্চুরি আর বিরাট কোহলির সেঞ্চুরিতে রানের পর্বত গড়েছিলো ভারত। কারণ ওয়ানডেতে ৪০৯ রানকে পাহাড় না বলে লিটনদের জন্য পর্বত বলাই ভালো। তখনই বোঝা গেছে এটা টপকানো বেশ কঠিন হবে। তবে হারের ব্যবধানটা এতো বেশি হবে তা মানতে পারছেনা বাংলাদেশের সমর্থকরা। দায়িত্বশীল ব্যাটিং আশা করেছিলো সবাই। একের পর এক উইকেট হারিয়ে ১৮২ রানে অলআউট হয়ে গেলো লিটন-সাকিবরা। যার ফলে ২২৭ রানের বিশাল ব্যবধানে পরাজয় বরণ করে নিতে হলো টাইগারদের। দলের পক্ষে সর্বোচ্চ সাকিব আর হাসান সর্বোচ্চ ৪৩ রান করেন। ২৯ রান করেন লিটন দাস। তবে আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে রেখেছিলো টাইগাররা। শনিবার (১০ ডিসেম্বর) চট্টগ্রামে শেষ ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের দিশেহারা করে দেন কোহেলিরা। ৫০ ওভার শেষে দলীয় সংগ্রহ ৪০৯ রান। ভারতে রান উৎসবে বড় অবদান রয়েছে দলটির তারকা ব্যাটার বিরাট কোহলিরও। পাক্কা ৩ বছর ৩ মাস পর ওয়ানডে ক্রিকেটে সেঞ্চুরির দেখা পেলেন বিরাট। সর্বশেষ তার ব্যাট থেকে শতক এসেছিল ২০১৯ সালের আগস্টে। বিরাট ১১ চার ও ২ ছক্কায় ১১৩ রান করে মাঠ ছাড়েন। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরিতে কিশান ২৪ চার ও ১০ ছক্কায় সংগ্রহ করেন ২১০ রান। টাইগাররে পক্ষে সাকিব, এবাদ ও তাসকিন দুটি করে উইকেট পান।

এ সম্পর্কিত আরও পড়ুন ২২৭ | রানের | বিশাল | ব্যবধানে | হারলো | টাইগাররা