আর্কাইভ থেকে ফুটবল

যে বলে খেলা হবে সেমিফাইনাল-ফাইনাল, কী রয়েছে এতে

যে বলে খেলা হবে সেমিফাইনাল-ফাইনাল, কী রয়েছে এতে
চলতি কাতার বিশ্বকাপের শুরু থেকেই ব্যবহার হচ্ছিল অ্যাডিডাসের আল-রিহলা নামের বল। বিশেষ প্রযুক্তি সংযুক্ত এই বল দিয়েই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ম্যাচগুলো অনুষ্ঠিত হয়। তবে, এবার সেমিফাইনাল ও ফাইনালের জন্য আলাদা বল এনেছে ফিফা। তাদের ওয়েভ সাইটে নতুন বলের তথ্য প্রকাশ করা হয়েছে। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে এবার ‘আল রিহলা’র বদলে ব্যবহার করা হবে ‘আল হিল্‌ম’ বল, যার বাংলা অর্থ স্বপ্ন। কাতারের সংস্কৃতি, ঐতিহ্যই গুরুত্ব পেয়েছে বলের আকৃতি, গঠন ও রঙ নির্ধারণে। ভিন্ন নাম হলেও প্রায় একই প্রযুক্তিই ব্যবহার হয়েছে আল-হিলমে। আল-রিহলার মতো ‘কানেক্টেড টেকনোলজি’ থাকছে এতে। অ্যাডিডাস ও ফিফার এই বিশেষ প্রযুক্তিতে বলটি কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকে। বলের গোললাইন পার হওয়া কিংবা অফসাইডের বিষয়ে ভেতরে থাকা সেন্সর সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে রেফারিকে। সেমিফাইনাল ও ফাইনালের পাশাপাশি তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও ব্যবহার করা হবে এই বল।

এ সম্পর্কিত আরও পড়ুন বলে | খেলা | হবে | সেমিফাইনালফাইনাল | কী | রয়েছে | এতে