আর্কাইভ থেকে দেশজুড়ে

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২, শাস্তির দাবিতে মানববন্ধন

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২, শাস্তির দাবিতে মানববন্ধন

টাঙ্গাইলের সখীপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে গণধর্ষণের ঘটনায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার দুপুরে আড়াইটায় তাদের আদালতে প্রেরণ করা হয়।

বিষয়টি টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার রাত পৌনে ১ টায় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দিনা সরকার ও মন্টু সরকার।

পুলিশ সুপার জানান, মামলার পর ৪৮ ঘন্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার করে ডিবি পুলিশের একটি চৌকস দল। অপর আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।

এ দিকে মঙ্গলবার দুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীকে গণধর্ষণের ঘটনায় আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

গত বৃহস্পতিবার টাঙ্গাইলের সখীপুরের রাত দেড়টায় উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের বাজাইল বড়চালা ক্ষুদ্র নৃ-গোষ্ঠী এক নারীকে (৫০) বাড়ি থেকে ডেকে নিয়ে ধর্ষণ করে দুর্বৃত্তরা।

১৩ জুন বিকেলে ওই নারী বাদি হয়ে তিন জনকে আসামি সখীপুর থানায় একটি মামলা দায়ের করেন।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ক্ষুদ্র | নৃগোষ্ঠীর | নারী | ধর্ষণের | ঘটনায় | গ্রেপ্তার | ২ | শাস্তির | দাবিতে | মানববন্ধন