আর্কাইভ থেকে রাজনীতি

মার্কিন রাষ্ট্রদূতকে বিতর্কিত করা হয়েছে : তথ্যমন্ত্রী

মার্কিন রাষ্ট্রদূতকে বিতর্কিত করা হয়েছে : তথ্যমন্ত্রী
শহীদ বুদ্ধিজীবী দিবসে ‘মায়ের ডাক’ সংগঠনের সমন্বয়কের বাসায় যাওয়ার পরামর্শ দিয়ে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে বিতর্কিত করা হয়েছে। বললেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সচিবালয়ে গণমাধ্যমাকে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবসে সবাই স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন। বিদেশি রাষ্ট্রদূতরাও অনেক সময় সেখানে শ্রদ্ধা জানান। মার্কিন রাষ্ট্রদূত যদি শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে যেতেন, তাহলে অনেক ভালো হতো। এর মাধ্যমে বাঙালি জাতির স্বাধীনতা অর্জনে যে কষ্ট ও ত্যাগ করতে হয়েছে তার প্রতি শ্রদ্ধা জানানো হতো। তিনি বলেন, ‘মায়ের ডাক’ নামের সংগঠনের কো-অর্ডিনেটরের বাসায় যাওয়ার জন্য কে মার্কিন রাষ্ট্রদূতকে পরামর্শ দিয়েছেন তা আমি জানি না। তবে, যারা এ পরামর্শ দিয়েছেন তারা সঠিক পরামর্শ দেননি। রাষ্ট্রদূত যে সেখানে যাবেন পররাষ্ট্র মন্ত্রণালয়ও তা জানত না। যারা মার্কিন রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে গেছেন, তারা তাকে বিতর্কিত করেছেন। এখানে বিতর্কিত করা সমীচীন হয়নি। তিনি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের উন্নয়ন সহযোগী। আমাদের উন্নয়ন অভিযাত্রায় তাদের বিরাট ভূমিকা রয়েছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্কটা অত্যন্ত উষ্ণ। আমি মনে করি এ ঘটনায় দুই দেশের সম্পর্কে কোনো বিরূপ প্রভাব পড়বে না। মার্কিন রাষ্ট্রদূতকে আমি অনুরোধ করব, তাকে যদি কেউ ভুল পরামর্শ দেন তিনি যেনো সে বিষয়ে সতর্ক থাকেন।

এ সম্পর্কিত আরও পড়ুন মার্কিন | রাষ্ট্রদূতকে | বিতর্কিত | করা | হয়েছে | | তথ্যমন্ত্রী