আর্কাইভ থেকে বাংলাদেশ

ব্যর্থ বিশ্বকাপ বাছাই অভিযান শেষে সুখবর পেল বাংলাদেশ

ব্যর্থ বিশ্বকাপ বাছাই অভিযান শেষে সুখবর পেল বাংলাদেশ

২০২৩ এশিয়ান কাপের চূড়ান্ত বাছাই পর্বে সরাসরি খেলবে বাংলাদেশ। বিশ্বকাপ ও এশিয়ান কাপের যৌথ বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডের শীর্ষ ২২ দল সরাসরি এই সুযোগ পাবে। বাকি দুটি দেশ প্লে অফ খেলে আসবে। বাংলাদেশ সেরা পঞ্চম দল হিসেবে বাছাইপর্ব খেলবে। বাংলাদেশের গ্রুপের ওমান, ভারত, আফগানিস্তানও থাকবে সেই লড়াইয়ে।
 
হতাশাজনক বাছাইপর্ব অভিযান শেষেও অবশ্য সন্তুষ্ট বাংলাদেশ কোচ। জেমি ডে বলেছেন, 'বিশ্বকাপ বাছাই শেষ হয়েছে। যেখানে সাত ম্যাচ দেশের বাইরে খেলতে হয়েছে। আমরা যতটা আশা করেছিলাম তা হয়নি। তবে এটাও বুঝতে হবে অন্য দেশগুলোর চেয়ে আমরা টেকনিক্যালি পিছিয়ে। তবে এটা সুসংবাদ যে আমরা পরের রাউন্ডে খেলতে পারছি। তাই দায়িত্ব এখানেই শেষ নয়।'

এস

এ সম্পর্কিত আরও পড়ুন ব্যর্থ | বিশ্বকাপ | বাছাই | অভিযান | শেষে | সুখবর | পেল | বাংলাদেশ