আর্কাইভ থেকে অপরাধ

৫৭ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ছয়জন গ্রেপ্তার

৫৭ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ছয়জন গ্রেপ্তার

প্রতারণার মাধ্যমে ৫৭ কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে সিআইডি পুলিশ।নিষিদ্ধ এমএলএম ব্যবসার নামে তারা এমন প্রতারণা করে। গতকাল রাতে উত্তরার পূর্ব থানা এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। দুপুরে রাজধানীর মালিবাগে সিআইডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিআইডি কর্মকর্তারা জানায়, প্রায় দুই হাজার মানুষের কাছ টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্রের সদস্যরা। প্রতারিতদের একজন ঝিনাইদহের মহেশপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নাসিম উদ্দিন। প্রতারক চক্র তাকে প্রলোভন দেখায় তাদের সেবা আইডিয়াস অ্যান্ড লিভিং লিমিডেটের প্লটে বিনিয়োগ করলে ২৪ মাস পর দ্বিগুন হবে। সেই মোহে পেনশনের টাকা থেকে আড়াই লাখ টাকা লগ্নি করেন তিনি। ওই শিক্ষকের মতই প্রায় প্রায় দুই হাজার মানুষ এমন বিনিয়োগ করে। এভাবে মানুষগুলোর সরলতার সুযোগ নিয়ে ৫৭ কোটি টাকা হাতিয় নেয় প্রতারকরা। সম্প্রতি কেউ কেউ প্রতারিত হয়ে সিআইডির কাছে অভিযোগ করলে অভিযান চালায় পুলিশ। সিআইডি প্রধান জানালেন, মূলত সহজ-সরল মানুষকে টার্গেট করে প্রতারকরা।

এ সম্পর্কিত আরও পড়ুন ৫৭ | কোটি | টাকা | হাতিয়ে | নেয়ার | অভিযোগে | ছয়জন | গ্রেপ্তার