আর্কাইভ থেকে ফুটবল

কাতার বিশ্বকাপের রেকর্ড পরিমাণ প্রাইস মানি

কাতার বিশ্বকাপের রেকর্ড পরিমাণ প্রাইস মানি
শেষ হচ্ছে ৩২ দলের বিশ্বসেরা হবার মহারণ। রাত ৯টায় লুসাইল স্টেডিয়ামে পর্দা উঠছে কাতার বিশ্বকাপের ফাইনাল। সেই সাথে আবারো দীর্ঘ চার বছরের অপেক্ষা গ্রেটেষ্ট শো অন আর্থ ফুটবলের। নানা ঘটনা, অঘটন নতুন নতুন রেকর্ড এবং নিজের পছন্দের খেলোয়াড়দের শেষ বারের মত খেলে অশ্রুজলে বিদায় এবং আবেগ আপ্লোত হয়ে মাঠ ছেড়ে চলে যাবার দৃশ্য। এরইমধ্যে শেষবেলায় সবাই হিসেব কড়ছে কে কত টাকা প্রাইজমানি পাবে। কারা পাচ্ছেন গোল্ডেন বল, বুট এবং গ্লাভস আর কে হচ্ছেন এই আসরের সেরা খেলোয়াড়। ফিফা এর আগে জানিয়েছিল, কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন দল পাবে রেকর্ড ৪ কোটি ২০ লাখ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪৩৩ কোটি ৬০ লাখ টাকা)। রানার্সআপ পাবে ৩ কোটি ডলার বা ৩০০ কোটি টাকা। রাশিয়ায় অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপের প্রাইজমানি থেকে এবার ৬০ লাখ ডলার বাড়ানো হয়েছে। ২০০৬ বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে প্রাইজমানি বেড়েছে ২ কোটি ৭০ লাখ ডলারের মত। কাতার বিশ্বকাপে ৬৩টি দেশের মোট ৪১৬টি ক্লাবের খেলোয়াড় বিশ্বকাপে নিজ নিজ দেশের প্রতিনিধিত্ব করবেন। মোট খেলোয়াড় সংখ্যা ৮৩০। ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার ফিফার তথ্যমতে, এবারের বিশ্বকাপে অংশ নেয়া ৩২ দলের জন্যই থাকছে প্রাইজমানি। আর সেই প্রাইজমানি আগের বিশ্বকাপগুলোর তুলনায় একটু বেশিই। শেষ ষোল থেকে বিদায় নেয়া দলগুলোও পাবে বিপুল অঙ্কের প্রাইজমানি, যা বাংলাদেশি টাকায় প্রায় ১৩০ কোটি টাকার সমান। কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চারটি দল পাবে প্রায় ১৭০ কোটি টাকা করে। তৃতীয় ও চতুর্থ স্থান অধিকারী দল পাবে যথাক্রমে ২৭০ ও ২৫০ কোটি টাকা। এছাড়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়া প্রতিটি দল পাবে ৯০ কোটি টাকা করে।

এ সম্পর্কিত আরও পড়ুন কাতার | বিশ্বকাপের | রেকর্ড | পরিমাণ | প্রাইস | মানি