ইউক্রেন কখনও একা হবে হবে না। বললেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২১ ডিসেম্বর) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্র সফরে যান এবং সেখানে এক যৌথ সংবাদ সম্মেলনে বাইডেন এই মন্তব্য করেন।
চলতি বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার হামলা শুরুর পর জেলেনস্কির এটিই প্রথম কোনও বিদেশ সফর।
বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রুশ আক্রমণের পর নিজের প্রথম বিদেশ সফরে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর পর নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ দীর্ঘমেয়াদী মার্কিন সহায়তার প্রতিশ্রুতি আদায় করে নিয়েছেন। এমনকি প্রেসিডেন্ট জো বাইডেন তাকে ‘কখনোই একা ছেড়ে দেয়া হবে না’ বলে প্রতিশ্রুতিও দিয়েছেন।
সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন স্থানীয় সময় বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়েছেন। পরে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আপনি কখনোই একা হবেন না। আমেরিকান জনগণ প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গে আছে এবং আমরা আপনার সঙ্গে থাকব - যতদিন লাগবে।’
প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘ইউক্রেনীয় জনগণ বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। শুধু আমাদের অনুপ্রাণিত করছে না, যেভাবে তাদের সাহস এবং কীভাবে তারা তাদের পরিস্থিতির সঙ্গে মানিয়ে এবং ভবিষ্যতের জন্য সংকল্প বেছে নিয়েছে, তা পুরো বিশ্বকেই অনুপ্রাণিত করবে।’
তিনি বলেন, আমেরিকান জনগণ ইউক্রেনীয়দের পাশে ‘গর্বের সঙ্গে দাঁড়িয়েছে’।
প্রেসিডেন্ট বাইডেন বলেন, ‘জাতি হিসাবে ইউক্রেনের অস্তিত্বের অধিকারের ওপর’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নৃশংস হামলার ৩০০ দিন অতিবাহিত হয়ে গেছে।
তিনি বলেন, ‘ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা একেসঙ্গে ইউরোপ, জাপানসহ অন্যান্য জায়গায় আমাদের মিত্রদের সঙ্গে, প্রয়োজনীয় আর্থিক, মানবিক এবং নিরাপত্তা সহায়তা নিশ্চিত করেছে।’