আর্কাইভ থেকে আবহাওয়া

শৈত্যপ্রবাহে কাবু পঞ্চগড়ের তেঁতুলিয়া, তাপমাত্রা সর্বনিম্ন

শৈত্যপ্রবাহে কাবু পঞ্চগড়ের তেঁতুলিয়া, তাপমাত্রা সর্বনিম্ন
মাঝারি শৈত্যপ্রবাহে কাবু উত্তরের জেলা পঞ্চগড়ের তেঁতুলিয়া। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার। তেঁতুলিয়া আবহাওয়া কর্মকর্তা রাসেল শাহ জানান, বুধবার বিকেল থেকেই পঞ্চগড়ের ওপর দিয়ে উত্তরের হিমেল বাতাস বইতে শুরু করে। দিন গড়িয়ে সন্ধ্যা নামার পর থেকেই তীব্র শীত অনুভূত হতে থাকে। বাতাসের কারণে রাতে কুয়াশা ছিল বেশ কম। তবে ভোররাতে হঠাৎ করে শুরু হয় ভারী কুয়াশা। তাপমাত্রা কমায় শুরু হয়ে গেছে জনদুর্ভোগ। কনকনে শীত উপেক্ষা করেই সকালে কাজে নেমেছিলেন খেটে খাওয়া শ্রমজীবীরা। সকালে তেঁতুলিয়ার মহানন্দা এবং পঞ্চগড়ের করতোয়া নদীতে দেখা গেছে দল বেঁধে পাথর-বালু উত্তোলন করছেন শ্রমিকরা। এদিকে আবহাওয়ার পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। একই সময়ের শেষের দিকে রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

এ সম্পর্কিত আরও পড়ুন শৈত্যপ্রবাহে | কাবু | পঞ্চগড়ের | তেঁতুলিয়া | তাপমাত্রা | সর্বনিম্ন