আর্কাইভ থেকে দেশজুড়ে

লক্ষীপুর-২ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহন চলছে

লক্ষীপুর-২ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহন চলছে

করোনা পরিস্থিতির মধ্যেও উৎসবমুখর পরিবেশে লক্ষীপুর-২ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহন চলছে। 

সকাল ৮টায় শুরু হওয়া ভোটগ্রহন চলবে বিকেল ৪টা পর্যন্ত। ভোট নেয়া হচ্ছে ইভিএমে। সকাল থেকে কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি লক্ষ্যণীয়। পুরুষদের পাশাপাশি নারী ভোটাদের সংখ্যা চোখে পড়ার মতো। শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য ইতোমধ্যে মাঠে নিয়োজিত করা হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। 

সকালে নিজ নিজ কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগের প্রার্থী নূর উদ্দিন চৌধুরী এবং জাতীয় পার্টির প্রার্থী ফায়িজ উল্ল্যাহ স্বপন। নির্বাচনে ১৩৫টি কেন্দ্রে ভোট নেয়া হচ্ছে। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ২ হাজার ৯২৩ জন। 

স্বতন্ত্র থেকে একাদশ জাতীয় সংসদের নির্বাচিত সংসদ সদস্য শহিদ ইসলাম পাপুল মানবপাচার ও অর্থপাচারের মামলায় কুয়েতের আদালতে সাজাপ্রাপ্ত হওয়ায় আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। তার পরিপ্রেক্ষিতে ভোটের আয়োজন করে নির্বাচন কমিশন।

এ সম্পর্কিত আরও পড়ুন লক্ষীপুর২ | আসনের | উপনির্বাচনের | ভোটগ্রহন | চলছে