করোনার টিকা নিলেই নাটোরের গুরুদাসপুর ও বড়াইগ্রাম উপজেলায় উপহার হিসেবে মিলছে শাড়ি, লুঙ্গি ও প্রাইজবন্ড।
স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ আবদুল কুদ্দুস তাঁর ব্যক্তিগত তহবিল থেকে দিচ্ছেন এসব উপহার। সবাইকে ভ্যাকসিন নিতে আগ্রহী করতেই এমন উদ্যোগ বলে জানান তিনি।
গতকাল রোববার করোনার টিকা দেওয়ার উদ্বোধনী দিনে গুরুদাসপুর উপজেলায় ৪১ জনকে শাড়ি ও লুঙ্গি কেনার জন্য ৫০০ টাকা করে দেওয়া হয়েছে এবং বড়াইগ্রাম উপজেলায় ৪০ জনের প্রত্যেককে ১০০ টাকার প্রাইজবন্ড দেওয়া হয়েছে। টিকা গ্রহণের পর এমন উপহার পেয়ে খুশি টিকা গ্রহণকারীরা।
গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তমাল হোসেন বলেন, উপজেলায় প্রাথমিকভাবে ৩ হাজার ২০২ জনকে টিকা (ডাবল ডোজ) দেওয়া হবে। তিনি সাংসদের উপহার দেওয়ার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
রাইদুল শুভ