আর্কাইভ থেকে জাতীয়

লকডাউনে ট্রেন চলাচল নিয়ে যা বললেন রেলমন্ত্রী

লকডাউনে ট্রেন চলাচল নিয়ে যা বললেন রেলমন্ত্রী

আগামীকালা মঙ্গলবার থেকে ঢাকার চার পাশের সাত জেলায় ৩০ জুন পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। করোনা নিয়ন্ত্রণে এসব জেলায় লকডাউন ঘোষণা করা হয়। লকডাউনভুক্ত জেলাগুলো হচ্ছে- মানিকগঞ্জ ও নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, গোপালগঞ্জ ও মাদারীপুর। এ অবস্থায় এই সাত জেলার অন্তর্গত কোনও জায়গায় ট্রেন থামবে না। জানালেন রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

আজ সোমবার (২১ জুন) রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন গণমাধ্যমকে এ তথ্য জানান।

রেলমন্ত্রী বলেন, ঢাকা থেকে ট্রেন গন্তব্যে ছেড়ে যাবে। তবে গন্তব্যে যেতে ট্রেনের যদি কোনও লকডাউন এলাকা পড়ে সেখানে ট্রেন থামবে না, যাত্রীও উঠানো এবং নামাবে হবে না। লকডাউন এলাকা ক্রস করে ট্রেন গন্তব্যে যাবে।

তিনি বলেন, একইভাবে অন্যান্য এলাকার জন্যও এই বিধি মেনে ট্রেন চালানো হবে। লকডাউন এলাকার রেলস্টেশনসমূহ বন্ধ থাকবে।

জেএইচ

এ সম্পর্কিত আরও পড়ুন লকডাউনে | ট্রেন | চলাচল | নিয়ে | রেলমন্ত্রী