আর্কাইভ থেকে জাতীয়

চিলাহাটি থেকে চালু হবে আরেকটি নীলসাগর ট্রেন

চিলাহাটি থেকে চালু হবে আরেকটি নীলসাগর ট্রেন
বঙ্গবন্ধু সেতুর পাশে রেলসেতু নির্মাণ কাজ চলছে। আশা করা হচ্ছে আগামী বছরের জুনে এ কাজ শেষ হবে। সেতুটির নির্মাণ কাজ শেষ হলেই চিলাহাটি থেকে ঢাকাগামী দিনের বেলা আরেকটি নীলসাগর ট্রেন চালু করা হবে।বললেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। আজ রোববার (১ জানুয়ারি) বিকেলে নীলফামারীর সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। নূরুল ইসলাম সুজন বলেন, শূন্য পদের জন্য বিশেষ করে খালাশি পদে মৌখিক পরীক্ষা সম্পূর্ণ হয়েছে। নতুন নিয়োগ প্রক্রিয়া অনুসরণ করে এ নিয়োগ প্রদান করা হবে। এ ছাড়াও বর্তমানে রেলের নানা ধরনের উন্নয়নমূলক কাজ চলমান রয়েছে। তিনি আরও বলেন, সৈয়দপুর রেলওয়ে কারখানা আধুনিকায়ন করা হয়েছে। এ কারখানার ভেতরে একটি নতুন কোচ বা ক্যারেজ নির্মাণ করার জন্য সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাব্যবস্থাপক (এডিজি, আরএস) মঞ্জুরুল আলম চৌধুরী, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসিম কুমার তালুকদার, প্রধান যন্ত্র প্রকৌশলী মুহাম্মদ কুদরত-ই খুদা প্রমুখ।

এ সম্পর্কিত আরও পড়ুন চিলাহাটি | চালু | হবে | আরেকটি | নীলসাগর | ট্রেন