আর্কাইভ থেকে ফুটবল

জানুরারিতেই দেখা যেতে পারে মেসি বনাম রোনালদোর লড়াই

জানুরারিতেই দেখা যেতে পারে মেসি বনাম রোনালদোর লড়াই
আগামী ১৯ জানুয়রি সৌদি ক্লাব আল নাসার ও আল হিলালের খেলোয়াড়দের সমন্বয়ে গড়া দলের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে লিওনেল মেসির পিএসজি। ওই ম্যাচ আবার মুখোমুখি করতে পারে মেসি এবং রোনালদোকে। হয়তো শেষবারের মতো। যদিও মেসি এবং রোনালদো ম্যাচটি খেলবেন কিনা এটি নিশ্চিত নয়। ফিফা কাতার বিশ্বকাপ চলাকালীন ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিলের পর ফ্রি এজেন্ট হয়ে গিয়েছিলেন রোনালদো। জানুয়ারির শীতকালীন দলবদলের সৌদি ক্লাব আল নাসারে সঙ্গে আড়াই বছর অর্থাৎ ২০২৫ সাল পর্যন্ত চুক্তি করেছেন তিনি। রোনালদো কবে আল নাসেরের হয়ে মাঠে নামবেন তা এখনও নিশ্চিত নয়। যদিও ৫ জানুয়ারি ম্যাচ আছে ক্লাবটির। অন্যাদিকে মেসিও পিএসজির অনুশীলনে যোগ দেননি। আজ সোমাবার ( ২ জানুয়ারি) তার অনুশীলন ক্যাম্পে যোগ দেয়ার কথা। ফিটনেস ঠিক করে মাঠে ফিরতে হয়তো সময় লাগবে আরও কিছুদিন। সব ঠিক থাকলে ১২ জানুয়ারির ম্যাচে মাঠে নামতে পারেন তিনি। লা লীগায় একটা সময় মেসি বনাম রোনালদো লড়াই ছিল নিয়মিত ব্যাপার। কিন্তু রোনালদো রিয়েল মাদ্রিদ ছেড়ে জুভেন্টাসে যোগ দেয়ার পর ফুটবল দর্শকদের কাছে চির প্রতিদ্বন্দ্বী মেসি রোনালদোর লড়াই দেখার সুযোগ কমে যায়। যদিও জুভেন্টাসে যোগ দেয়ার পরেও মেসির বার্সেলোনার সাথে মুখোমুখি হয়েছিল রোনালদো।

এ সম্পর্কিত আরও পড়ুন জানুরারিতেই | দেখা | যেতে | পারে | মেসি | বনাম | রোনালদোর | লড়াই