আর্কাইভ থেকে ফুটবল

উয়েফা চ্যাম্পিয়নস লীগ খেলতে পাবেন রোনালদো

উয়েফা চ্যাম্পিয়নস লীগ খেলতে পাবেন রোনালদো
ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাব আল নাসেরে যোগ দেয়ার অন্যতম কারণ যে ছিল চ্যাম্পিয়নস লীগ খেলতে না পারার অক্ষেপ তা হয়তো অজানা থাকার কথা নয়। কিন্তু ইউনাইটেড ছেড়ে সৌদি ক্লাবে যোগ দেয়ার পর সেই রাস্তা তো একেবারেই বন্ধ হয়ে যাওয়ার কথা ভেবে হতাশ হতেই পারেন রোনালদো ভক্তরা। কিন্তু রোনালদোর জন্য উয়েফা চ্যাম্পিয়নস লীগের দরজা বন্ধ হচ্ছে না এখনই। আল নাসেরের সঙ্গে চ্যাম্পিয়নস লীগ খেলার চুক্তির একটি শর্ত বাঁচিয়ে রেখেছে ৩৭ বছর বয়সী এই পর্তুগিজ তারকার। স্প্যানিশ ক্রীড়া সংবাদ মাধ্যাম মার্কা সামনে এনেছে এমন একটি চুক্তির শর্তের কথা। যেখানে বলা হয়েছে, নিউক্যাসল ইউনাইটেড যদি চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে, তাহলে ধারে সেখানে খেলতে পারবেন রোনালদো। ইংল্যান্ডের ক্লাবটির বর্তমান মালিকানা সৌদি আরবের একটি ইনভেস্টমেন্ট গ্রুপের। চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে মৌসুম শেষে তাদের থাকত হবে সেরা চারে। এই মুহূর্তে ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে আছে নিউক্যাসল। চ্যাম্পিয়নস লীগে সব থেকে বেশি সফল রেকর্ডের মালিক সিআর সেভেন। ১৮৩ ম্যাচ খেলে তিনি গোল করেছেন ১৪০টি। রন (রোনালদো) এর পর দ্বিতীয় সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড আছে ইকার ক্যাসিয়াসের। তিনি খেলেছেন মোট ১৭৭ ম্যাচ। এখনো খেলছেন, এমন খেলোয়াড়দের মধ্যে রনের রেকর্ডের প্রতিদ্বন্দ্বিতায় আছেন লিওনেল মেসি। সদ্য বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন ফরোয়ার্ড মেসি এখন পর্যন্ত ১৬১ ম্যাচ খেলেছেন। সর্বোচ্চ গোলের রেকর্ডেও রোনালদোর কাছাকাছি মেসি। মেসি চ্যাম্পিয়নস লিগে গোলসংখ্যায় রোনালদোর চেয়ে মাত্র ১১ গোল পিছিয়ে।

এ সম্পর্কিত আরও পড়ুন উয়েফা | চ্যাম্পিয়নস | লীগ | খেলতে | পাবেন | রোনালদো