আর্কাইভ থেকে জাতীয়

ভোটকেন্দ্রে এখনো ডাকাত দেখি নাই: ইসি

ভোটকেন্দ্রে এখনো ডাকাত দেখি নাই: ইসি
‘গাইবান্ধার ভোটকেন্দ্রে ডাকাত নাই। আমরা এ পর্যন্ত ডাকাত দেখি নাই। অন্য লোকের উপস্থিতি আমাদের চোখে পড়ে নাই।’ বললেন নির্বাচন কমিশনার(ইসি) রাশেদা সুলতানা। বুধবার (৪ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিসিটিভি মনিটরিং কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রাশেদা সুলতানা বলেন, চরম অনিয়মে বন্ধ হওয়া গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে ফের ভোটে কোনো অনিয়ম ধরা পড়েনি। আজ সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ হবে গাইবান্ধায়। ঢাকায় নির্বাচন ভবনে বসানো সিসিটিভিতে ভোট পর্যবেক্ষণ করছেন ইসির কর্মকর্তারা। ভোট শুরু হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে ভোট পড়েছে ১০ শতাংশ। ইসি রাশেদার ধারণা, শীতের কারণে ভোটার উপস্থিতি কম।

এ সম্পর্কিত আরও পড়ুন ভোটকেন্দ্রে | এখনো | ডাকাত | দেখি | নাই | ইসি