আর্কাইভ থেকে খেলাধুলা

পেলের শেষকৃত্যে নেইমারের উপস্থিত না থাকার কারণ

গেল সোমবার ( ২ জানুয়ারি ) ফুটবল রাজা পেলের শেষকৃত্য অনুষ্ঠিত হয়। সান্তোসের ভিলা বেলমিরো স্টেডিয়ামে  ২৪ ঘন্টা জনসাধারণের জাগরণ অনুষ্ঠিত হয়েছিল। যেখানে পেলে তার ক্যারিয়ারের বেশিরভাগ সময় খেলেছেন এবং অনেকগুলি গোল করেছেন। ভিলা বেলমিরো স্টেডিয়ামের বাইরে ভোরে সারিবদ্ধ হয়েছিলেন শত শত মানুষ, ব্রাজিলসহ বিভিন্ন শহর থেকে ছুটে এসেছিল মানুষ, এমনকি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও উপস্থিত হয়েছিলেন সেখানে। কিন্তু বর্তমান ব্রাজিল তারকা নেইমার সেখানে উপস্থিত ছিলেন না। যদিও তার পরিবর্তে তার বাবা প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন। কিন্তু তার অনুপস্থিত থাকা নিয়ে কিছু বিতর্কিত কারণ দেখা দিয়েছে। ব্রাজিলের জনপ্রিয় ক্রীড়া সংবাদ মাধ্যম টিএনটি ব্রাজিল জানিয়েছে, নেইমারকে পিএসজি ব্রাজিলে শেষকৃত্যে যাওয়ার জন্য ছেড়ে দেয়নি, যা একটি অত্যন্ত বিতর্কিত পদক্ষেপ। কিন্তু অনান্য কিছু সংবাদ মাধ্যাম দাবি করেছে নেইমার নিজেই সিদ্ধান্ত নিয়েছিলেন ব্রাজিল ভ্রমণের জন্য এখন উপযুক্ত সময় নয়। লে প্যারিসিয়েন এর মতে , ২০২৩ সালের শুরুর ক্যালেন্ডার পিএসজির জন্য অনেক ব্যাস্ত একটি সময় এবং ক্লাবটি নেইমারের উপর ম্যাচ গুলোর জন্য নির্ভর করছে। এই পর্যায়ে ব্রাজিলে নেইমারের জন্য ভ্রমণ উপযুক্ত নয়।

এ সম্পর্কিত আরও পড়ুন পেলের | শেষকৃত্যে | নেইমারের | উপস্থিত | থাকার | কারণ