আর্কাইভ থেকে ফুটবল

সৌদি আরবকে দঃ আফ্রিকা বললেন রোনালদো

সৌদি আরবকে দঃ আফ্রিকা বললেন রোনালদো
দুই বছরের চুক্তিতে সৌদি আরবের ক্লাব আল নাসেরে যোগ দিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো । মঙ্গলবার (৩ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে যোগদানের পর পরিচয় পর্ব শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন রোনালদো। সেখানে হাস্যকর একটি ভুল করে বসেন সিআরসেভেন। সৌদি আরবকে দক্ষিণ আফ্রিকা বানিয়ে দেন তিনি। কিন্তু সৌদি আরব তো এশিয়া মহাদেশের দেশ। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা হলো আফ্রিকা মহাদেশের একেবারে দক্ষিণাঞ্চলের রাষ্ট্র। এতেই রসিকতা শুরু হয়ে যায় গণমাধ্যমে থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইতোমধ্যে ৪৫ সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। তাতে দেখা যাচ্ছে, রোনালদো বলছেন; গত ১০-১৫ বছরে ফুটবল পাল্টে গেছে। এখন সব দলই প্রস্তুত। বিশ্বকাপে দেখুন, চ্যাম্পিয়নরা কিন্তু সৌদি আরবের কাছে হেরেছে। এছাড়া দক্ষিণ কোরিয়া, কোস্টারিকা কিংবা আফ্রিকার দলগুলোর কথাও বলা যায়। এখন ম্যাচ জেতা সহজ নয়। কারণ সব দলই প্রস্তুতি নিয়ে আসে। ফুটবল পাল্টে গেছে। তাই আমি মনে করি, দক্ষিণ আফ্রিকায় এসে আমার ক্যারিয়ার শেষ হয়ে যায়নি। যদিও সংবাদ সম্মেলনের ওই ভিডিও ক্লিপে দেখা যায়, কথার স্রোতে অনিচ্ছাকৃত ভুলে তিনি সৌদি আরবকে দক্ষিণ আফ্রিকা বলে ফেলেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন সৌদি | আরবকে | দঃ | আফ্রিকা | রোনালদো