আর্কাইভ থেকে দেশজুড়ে

বড়াইগ্রামে সুদখোরের চাপে যুবকের আত্মহত্যা

বড়াইগ্রামে সুদখোরের চাপে যুবকের আত্মহত্যা

নাটোরের বড়াইগ্রামে সুদের টাকা পরিশোধ করতে না পারায় ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবন করে শামীম প্রামানিক (২৫) নামে এক যুবকের আত্মহত্যা করেছে।

মঙ্গলবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে তার মৃত্যু হয় ।

নিহত শামীম উপজেলার বনপাড়া পৌরসভার ১২ নাম্বার ওয়ার্ডের আটুয়া গ্রামের মো. জামাল প্রামানিকের ছেলে।

নিহতের পরিবার জানায়, শামীম মাঝগাঁও ইউনিয়নের লাথুরিয়া গ্রামের পলান প্রামানিকের ছেলে সেকেন্দারের কাছ থেকে আট মাস আগে ১০ হাজার টাকা নেন। সেকেন্দারকে দুই কিস্তি সুদের টাকাও দেন। পরে শামীম টাকা দিতে না পারায় বেশ কিছুদিন ঢাকায় পালিয়ে ছিলেন। করোনার কারণে কাজ না থাকায় সে গ্রামে নানার বাড়ি আসেন।

সেকেন্দারের লোকজনসহ নানার বাড়িতেই শামীমকে আটক করে ও টাকা না দিলে মারধরের হুমকি দেন। এ সময় শামীম সুদখোরদের হাত থেকে রক্ষা পেতে টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। কিন্তু টাকা জোগাড় না করতে পেরে মঙ্গলবার সন্ধ্যায় অপমানে ইঁদুর মারা বিষাক্ত ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ অবস্থায় স্বজনরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত ৯টার দিকে মারা যান।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন বড়াইগ্রামে | সুদখোরের | চাপে | যুবকের | আত্মহত্যা