আর্কাইভ থেকে এশিয়া

কুকুরের ওপেন হার্ট সার্জারি!

কুকুরের ওপেন হার্ট সার্জারি!
হৃদযন্ত্রের সমস্যায় আক্রান্ত পোষা কুকুরটি। দরকার অস্ত্রোপচারের। তবে এ অস্ত্রোপচারে সাফল্য মেলা খুবই কঠিনে। তাই কুকুরটির অস্ত্রোপচার করতে জার্মান থেকে উড়ে এলেন চিকিৎসক। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বাইয়ের জুহুরে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ভারতীয় সংবাদ সংস্থা আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদন থেকে জানা গেছে, মুম্বইয়ের জুহুর বাসিন্দা রানি রাজ ওয়াঙ্কাওয়ালা। সম্প্রতি তার পোষ্য মালটিস প্রজাতির কুকুরটি অসুস্থ হয়ে পড়ে। কুকুরটির বুকে কান পেতে তিনি এক প্রকার ঘড়ঘড় শব্দ শুনতে পান। চিকিৎসার জন্য কুকুরটিকে পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান, হৃদযন্ত্রে গুরুতর সমস্যা রয়েছে বছর তিনেকের কুকুরটির। পেটেট ডাক্টস আর্টেরিয়োসিস নামের এক রোগে আক্রান্ত সেটি। পশু চিকিৎসক দীপ্তি দেশপণ্ডে তাকে জানান, অবিলম্বে অস্ত্রোপচার না করলে কুকুরটির প্রাণ নিয়ে টানাটানি হবে। কিন্তু ভারতে এই ধরনের অস্ত্রোপচারে সাফল্য মেলা খুবই কঠিন, তাই কুকুরটিকে ইংল্যান্ডে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। কোভিড বিধিনিষেধ থাকায় ইংল্যান্ডে চিকিৎসার সুযোগ মেলেনি। ক্রমেই আরও অসুস্থ হয়ে পড়তে শুরু করে কুকুরটি। ধীরে ধীরে নড়াচড়া বন্ধ করে দেয় সে। শেষে ঠিক করা হয় ভারতেই কুকুরটির ‘ওপেন হার্ট সার্জারি’ হবে। কিন্তু অস্ত্রোপচারের জন্য বিদেশ থেকে শল্যচিকিৎসক আনার সিদ্ধান্ত নেয়া হয়। জার্মানির চিকিৎসক ম্যাথিয়াস ফ্র্যাঙ্ক আগে বহু বার এই ধরনের অস্ত্রোপচার করেছেন, তাই তার সঙ্গে যোগাযোগ করেন পশু স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা। ম্যাথিয়াস ফ্র্যাঙ্ক ও তার সহযোগী ব্যারি ক্যালসির নেতৃত্বে অন্ধেরির মকরন্দ চৌশলকরের পশু চিকিৎসাকেন্দ্রের একটি দল কুকুরটির অস্ত্রোপচার করে। ৪ সপ্তাহ পড়ে কুকুরটিকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার অনুমতি দিলেন চিকিৎসকরা। চিকিৎসার পর এখন অনেকটাই সুস্থ সে।

এ সম্পর্কিত আরও পড়ুন কুকুরের | ওপেন | হার্ট | সার্জারি