আর্কাইভ থেকে আইন-বিচার

দুর্নীতি মামলায় মির্জা আব্বাসকে আদালতে হাজির করার নির্দেশ

দুর্নীতি মামলায় মির্জা আব্বাসকে আদালতে হাজির করার নির্দেশ
বিএনপি নেতা মির্জা আব্বাসের বিরুদ্ধে দুদকের করা ২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার টাকা অবৈধ সম্পদ অর্জনের মামলায় তাকে আগামী ১৬ জানুয়ারি আদালতে হাজির করতে পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার (৫ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ আছাদুজ্জামানের আদালত এ আদেশ দেন। ওইদিন মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে করা মামলার অভিযোগ গ্রহণের জন্য দিন ধার্য রয়েছে। এর আগে ২৭ ডিসেম্বর দুদকের তদন্ত কর্মকর্তা ও উপ-পরিচালক মোহা. নুরুল হুদা আদালতে বিএনপি নেতা মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন। এ মামলায় আফরোজা আব্বাস জামিনে রয়েছেন। দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দুদক সচিব মো. মাহবুব হোসেন এ বিষয়ে বলেন, এখানে রাজনৈতিক কোনো যোগসূত্র নেই। দুদক তার নিজস্ব আইনবিধি মেনে তদন্ত করে। আফরোজা আব্বাসের নামে ২০ কোটি ৭৪ লাখ ৪৭ হাজার ৮২৮ টাকার সম্পদ প্রকৃতপক্ষে তার স্বামী মির্জা আব্বাসের সহায়তায় ও মাধ্যমে অবৈধ উৎসের আয় থেকে অর্জিত। তিনি আরও বলেন, মির্জা আব্বাস ১৯৯১ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত সংসদ সদস্য, মন্ত্রী ও ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ছিলেন। তিনি সংসদ সদস্য, মেয়র ও মন্ত্রী হওয়ার সুবাদে ঘুস ও দুর্নীতির মাধ্যমে ২০০৭ সালের ১৬ আগস্ট পর্যন্ত আফরোজা আব্বাসের নামে ওই টাকার সম্পদ অর্জন করেছেন।

এ সম্পর্কিত আরও পড়ুন দুর্নীতি | মামলায় | মির্জা | আব্বাসকে | আদালতে | হাজির | করার | নির্দেশ