আর্কাইভ থেকে এশিয়া

মারা গেছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো

মারা গেছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো

মারা গেছেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন ৬১ বছর বয়সী এই রাজনীতিক।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, পরিবারের উদ্বৃতি দিয়ে বলা হয়েছে, বৃহস্পতিবার সকালে কুয়েজন শহরের একটি হাসপাতালে মারা যান বেনিগনো অ্যাকুইনো। বৃহস্পতিবার অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি পাঁচ মাস যাবৎ নিয়মিত কিডনির ডায়ালাইসিস করছিলেন। সম্প্রতি হৃদযন্ত্রের অস্ত্রোপচার করেছেন অ্যাকুইনো।

২০১০ থেকে ২০১৬ সাল পর্যন্ত ফিলিপাইনের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন বেনিগনো অ্যাকুইনো। ওই সময় পররাষ্ট্রনীতির দিক থেকে ভালো অবস্থানে ছিলো দেশটি।

২০১২ সালে দেশটির সুপ্রিম কোর্টের বিচারপতি মারভিক লিওনেনকে নিয়োগ দিয়েছিলেন অ্যাকুইনো। এক বিবৃতিতে তিনি বলেন, সাবেক প্রেসিডেন্টের মৃত্যুর খবর আমাকে খুবই কষ্ট দিয়েছে। আমি তাকে একজন দয়ালু মানুষ হিসেবে জানতাম। মানুষের সেবা করাটা তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল।

বেনিগনো অ্যাকুনোর পরই ফিলিপাইনের ক্ষমতায় বসেন বর্তমান প্রেসিডেন্ট কট্টরপন্থি রদ্রিগো দুতের্তে। তার শাসনামলে মানবাধিকার লঙ্ঘন এবং বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের জন্য নিন্দিত হচ্ছে দেশটি।

 

এসএন

এ সম্পর্কিত আরও পড়ুন মারা | গেছেন | ফিলিপাইনের | সাবেক | প্রেসিডেন্ট | বেনিগনো | অ্যাকুইনো