আর্কাইভ থেকে ফুটবল

শীর্ষে স্থান হারালো রিয়াল মাদ্রিদ

শীর্ষে স্থান হারালো রিয়াল মাদ্রিদ
ক্লাবের ইতিহাসে প্রথমবারের মতো কোনো স্প্যানিশ ফুটবলার ছাড়া শুরুর একাদশ সাজিয়েছিল রিয়াল মাদ্রিদ। শনিবার রাতে এই ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে খেলতে গিয়ে ২-১ গোলের হারতে হয়েছে রিয়ালকে। ম্যাচ জিতে ফিরতে পারলে রিয়াল মাদ্রিদই চলে যেত লা লিগার শীর্ষে। এতে কোচ কার্লো আনচেলত্তি এখন নিশ্চয়ই অনুতাপে পুড়ছেন। লা লিগায় রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার পয়েন্ট সমান, তবে গোল ব্যবধানে কাতালানরা আছে লিগের শীর্ষে। তাতে নিজেদের সুযোগটা তো রিয়াল হেলায় হারিয়েছেই, বার্সাকে এককভাবে লিগের শীর্ষে উঠে যাওয়ার সুযোগও দিয়ে বসেছে দলটি। প্রথমার্ধে দুই দলের কেউই গোলের দেখা পায়নি। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় ভিয়ারিয়াল। ৪৭ মিনিটে স্প্যানিশ উইঙ্গার ইয়েরমি পিনো ডান পায়ের শট কর্তোয়াকে ফাঁকি দেন। আর্জেন্টাইন ডিফেন্ডার হুয়ান ফয়েথ নিজেদের বক্সে বলে হাত দিয়ে পেনাল্টি দিয়ে বসেন প্রতিপক্ষকে। কারিম বেনজেমার কল্যাণে স্কোরলাইনটা ১-১ করে বসে রিয়াল। তিন মিনিট পরই পেনাল্টি পায় ভিয়ারিয়ালও। এবার বক্সে ডেভিড আলাবার হাতে বল লাগলে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি। মোরেনো গোল করে ব্যবধান ২-১ করেন। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

এ সম্পর্কিত আরও পড়ুন শীর্ষে | স্থান | হারালো | রিয়াল | মাদ্রিদ