আর্কাইভ থেকে আওয়ামী লীগ

আমেরিকার নির্বাচন প্রশ্নবিদ্ধ, বাংলাদেশ গণতন্ত্রে বিশ্বাসী : পররাষ্ট্রমন্ত্রী

আমেরিকার নির্বাচন প্রশ্নবিদ্ধ, বাংলাদেশ গণতন্ত্রে বিশ্বাসী : পররাষ্ট্রমন্ত্রী
আমেরিকার নির্বাচন অনেক প্রশ্নবিদ্ধ। বাংলাদেশ সবসময় গণতন্ত্রে বিশ্বাসী। প্রধানমন্ত্রী আগামী নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তাই যাদের দেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ তাদের আমাদের নির্বাচন নিয়ে মাতব্বরী করার সুযোগ নেই। তাদের দেশে ২০-৩০ ভাগ লোক ভোট দেন। আমাদের নির্বাচনে অনেক বেশি লোক অংশ নেন। বললেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন। আজ রোববার (৮ জানুয়ারি) দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ই-গেট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন পররষ্ট্রমন্ত্রী। আব্দুল মোমেন বলেন, বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক। এ নিয়ে কোনো লুকোচুরি নেই, দেশি-বিদেশি যে কেউ তা পর্যবেক্ষণ করতে পারবে। পরে মন্ত্রী বিমানবন্দরে ই-গেটের উদ্বোধন করেন। এই গেট ব্যবহার করে ই-পাসপোর্টধারীরা কারো সাহায্য ছাড়াই ১১ সেকেন্ডে নিজের ইমিগ্রেশন সেরে নিতে পারবেন।

এ সম্পর্কিত আরও পড়ুন আমেরিকার | নির্বাচন | প্রশ্নবিদ্ধ | বাংলাদেশ | গণতন্ত্রে | বিশ্বাসী | | পররাষ্ট্রমন্ত্রী