সুনামগঞ্জের জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের দীঘলবাক (আটঘর) গ্রামে বোমা সন্দেহে সেনাবাহিনী ও পুলিশ দিনভর ঘেরাও রাখেন। রোববার (৮ জানুয়ারি) সকালে দীঘলবাক গ্রামের আখলাক মিয়ার বাড়িটি বোমা সন্দেহে সকাল থেকে দুপুর পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ ঘেরাও করে রাখেন। যৌথবাহিনী তল্লাশি চালিয়ে বোমা তৈরি উপাদান জব্দ করে।
স্থানীয়রা জানান, দীঘলবাক (আটঘর) গ্রামের আখলাক মিয়ার ছেলে সাদিকুর রহমান আফজলের কোর্টের একটি নোটিশ নিয়ে জগন্নাথপুর থানার একদল পুলিশ শুক্রবার রাতে তার বাড়িতে যায়। এ সময় পুলিশের আগমন টের পেয়ে আফজল বাড়ির পেছন দিয়ে পালিয়ে যায়।
পরে থানা পুলিশ ঘরের ভেতরে প্রবেশ করলে সন্দেহজনক বোমা তৈরির কিছু সরঞ্জাম দেখতে পান। গত দুই দিন ধরে থানা পুলিশ গোপনে তার বাড়িতে নজরধারী রাখে। পরে পুলিশ সেনাবাহিনীর একটি বোমা বিস্ফোরক ইউনিটকে সাথে নিয়ে রোববার সকাল থেকে বাড়িতে তল্লাশি চালিয়ে কিছু বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে।
বিভিন্ন সূত্রে জানা যায়, সাদিকুর রহমান আফজল একজন পেশাদার সন্ত্রাসী। সে ২০২০ সালের দুই ফেব্রুয়ারি সিলেট নগরির বালুচর এলাকা থেকে আগ্নোয়াস্ত্রসহ গ্রেপ্তার হয়। এছাড়াও ২০২১ সালে সিলেটের ওসমানী নগর উপজেলার গোয়ালা বাজার থেকে দুটি পাইপগানসহ র্যাব-৯ এর হাতে আফজল গ্রেপ্তার হয়। তার বিরুদ্ধে সিলেট সুনামগঞ্জে একাধিক মামলা রয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর-শান্তিগঞ্জ থানার এ এস পি শুভাশিষ ধর জানান, আমরা কিছু বোমা তৈরীর উপাদান জব্দ করেছি। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমরা পরে প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত জানাবো।