আর্কাইভ থেকে জাতীয়

সীমান্তে বিজিবি-বিএসএফের সম্মেলন

সীমান্তে বিজিবি-বিএসএফের সম্মেলন
যশোরের বেনাপোল সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মধ্যে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৮ জানুয়ারি) রাতে খুলনা-২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিএসএফের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল তেরোঘর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবির পাঁচ সদস্যের নেতৃত্ব দেন খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান ও বিএসএফের পাঁচ সদস্যের নেতৃত্ব দেন বিএসএফের ১৫৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার শ্রী হরেন্দ্র সিং কুমার। বিজিবি সূত্র জানায়, রোববারের বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র, মাদক চোরাচালান ও নারী-শিশু পাচার রোধে উভয় পক্ষের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। এ বিষয়ে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, সম্মেলন শেষে রোববার সন্ধ্যায় বিএসএফের প্রতিনিধি দল ভারতে ফিরে যান।

এ সম্পর্কিত আরও পড়ুন সীমান্তে | বিজিবিবিএসএফের | সম্মেলন