আর্কাইভ থেকে বিএনপি

ফখরুল ও আব্বাসের পরিবার কেন্দ্রীয় কারাগারের সামনে

ফখরুল ও আব্বাসের পরিবার কেন্দ্রীয় কারাগারের সামনে
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দেয়া হাই কোর্টের জামিন আপিল বিভাগেও বহাল রয়েছে। আজ সোমবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে তিনটার দিকে তাদের জামিননামা আদালতে দাখিল করা হয়েছে। জামিননামা কারাগারে যাওয়ার পর তাঁরা মুক্তি পাবেন বলে জানিয়েছেন আইনজীবী। মির্জা ফখরুলের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ বলেন, হাইকোর্টের দেয়া জামিনের আদেশ জুডিসিয়াল মুন্সিখানায় আসার পর আমরা জামিননামা দাখিল করেছি। আশা করছি, আজই কারামুক্তি পাবেন তারা। এদিকে মির্জা ফখরুল ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের পরিবার কেন্দ্রীয় কারাগারের সামনে গিয়েছেন। উল্লেখ্য ফখরুল ও আব্বাসকে ৮ ডিসেম্বর গভীর রাতে তাদের বাসা থেকে আটক করে পুলিশ। ৭ ডিসেম্বর বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা একটি মামলায় পরদিন গ্রেপ্তার দেখানো হয়। মামলায় ফখরুল ও আব্বাসের জামিন আবেদন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে তিনবার নাকচ হয়। সর্বশেষ ২১ ডিসেম্বর ঢাকা মহানগর দায়রা জজ আদালতে তাঁদের জামিন আবেদন নাকচ হয়। এ অবস্থায় তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন ফখরুল | ও | আব্বাসের | পরিবার | কেন্দ্রীয় | কারাগারের | সামনে