আর্কাইভ থেকে ফুটবল

আর্সেনাল নাকি বার্সাতেই থাকছেন রাফিনহা!

আর্সেনাল নাকি বার্সাতেই থাকছেন রাফিনহা!
গত গ্রীষ্মে লিডস থেকে ক্যাম্প ন্যুতে এসেছিলেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। যদিও চেলসি মৌসুমের শুরুতে তাকে দলে ভেড়াতে চেয়েছিল। কিন্তু স্বপ্নের ক্লাব বার্সেলোনায় যোগ দিতে চেলসির প্রস্তাব প্রত্যাখ্যান করেন তিনি। রাফিনহাকে না পেয়ে একজন উইঙ্গারের খোঁজে ছিল চেলসি। এরপর  ইউক্রেনের ২২ বছর বয়সী বাঁ-পায়ের ফরোয়ার্ড মিখাইলোকে ৮৯ মিলিয়ন পাউন্ডে দলে ভিড়িয়েছে প্রিমিয়ার লিগের ক্লাবটি। মুদ্রিককে কেনার লড়াইয়ে ছিল আর্সেনালও। চেলসির সঙ্গে মুদ্রিককে কেনার লড়াইয়ে হেরে যাওয়ায় আর্সেনাল বার্সা ফরোয়ার্ড রাফিনহার দিকে চোখ রাখা শুরু করেছে বলে গুঞ্জন উঠছে। চেলসির মতো গত মৌসুমে  আর্সেনালও ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে দলে নিতে চেয়েছিল। কিন্তু আলোচনা খুব একটা এগিয়ে নিতে পারেনি। যদিও দলটিতে তরুণ বাঁ-পায়ের উইঙ্গার বুকোয়াকা সাকা আছেন। তারপরও রাফিনহাকে নাকি দলে চান কোচ আর্তেতা। আরও পড়ুনঃ গাভীর প্রশংসায় পঞ্চমুখ জাভি ওদিকে বার্সায় রাফিনহা নিজেকে মেলে ধরতে পারেননি সেভাবে । সেজন্য তারা উপযুক্ত প্রস্তাব পেলে ছেড়ে দেবে । সংবাদ মাধ্যম ডায়ারিও স্পোর্টস দাবি করেছে, রাফিনহার জন্য ১০০ মিলিয়ন ইউরো দাম তুলেছে বার্সা। যদিও শীতকালীন দলবদলের বাজারে তাকে ছাড়তে চায় না কাতালানর। কিন্তু রাফিনহা আপাতদৃষ্টিতে আর্সেনালের সাথে প্রিমিয়ার লিগে ফেরার সম্ভাবনা থাকা সত্ত্বেও ম্যানেজার জাভি হার্নান্দেজের অধীনে বার্সেলোনায় নিয়মিত স্টার্টার হতে পারে তা প্রমাণ করতে চায়। স্প্যানিশ সুপার কাপে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে ৩-১ গোলে জয়ের পর রাফিনহা সাংবাদিকদের বলেছিলেন: “এই বড় ক্লাবের সাথে এটি আমার প্রথম ট্রফি, এফসি বার্সেলোনার এই বিশাল শার্ট - এটি অবিশ্বাস্য। তাই আমরা এখন আরও ট্রফির জন্য লড়াই করবো।” আরও পড়ুনঃ  অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

এ সম্পর্কিত আরও পড়ুন আর্সেনাল | নাকি | বার্সাতেই | থাকছেন | রাফিনহা