আর্কাইভ থেকে দুর্ঘটনা

ছোট্ট সুবহানা গেল শর্মা খেতে, মায়ের সঙ্গে ফিরলো লাশ হয়ে

ছোট্ট সুবহানা গেল শর্মা খেতে, মায়ের সঙ্গে ফিরলো লাশ হয়ে

রোববার ছোট্ট সুবহানাকে নিয়ে মগবাজার আড়ংয়ের উল্টো দিকে শর্মা হাউসে খেতে গিয়েছিলেন জান্নাত।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মগবাজারের ৭৯ নম্বর আউটার সার্কুলার রোডের পুরনো তিনতলা ভবনটির বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে পুরো এলাকা। ভয়াবহ বিস্ফোরণে যে সাতজন নিহত হয়েছেন, তাদের মধ্যে জান্নাত বেগম (২৩) ও তার ৯ মাসের মেয়ে সুবহানা রয়েছে।

বিস্ফোরণে মা-মেয়ে দুজনই গুরুতর আহত হন। পরে জান্নাতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। আর তার মেয়ে সুবহানা অন্য একটি হাসপাতালে মারা যায়।

খবর পেয়ে হাসপাতালে স্বজনরা ছুটে আসেন। স্ত্রী-সন্তানকে হারিয়ে দিশেহারা সুজন বলেন, সন্ধ্যায় মেয়ে সুবহানা আর ভাই রাব্বিকে নিয়ে মগবাজার আড়ংয়ের উল্টো দিকে শর্মা হাউসে খেতে গিয়েছিলেন জান্নাত। বিস্ফোরণের খবর শুনে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এসে স্ত্রীর লাশ পেয়েছেন। স্বজনদের কাছে জানতে পেরেছেন মেয়ে সুবহানাও আরেকটি হাসপাতালে মৃত্যুবরণ করেছে।

জান্নাতকে রাত ৯টার দিকে যখন হাসপাতালে আনা হয়, তার পুরো শরীর ক্ষত আর রক্তাক্ত ছিল।

জান্নাতের স্বামী সুজন যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছলেন, ততক্ষণে জান্নাত না ফেরার দেশে।

সুজন জানান, তার কিশোর শ্যালক রাব্বি আহতাবস্থায় হাসপাতালে ভর্তি।

স্বজনরা জানান, সুজন একটি ওষুধের দোকানে কাজ করেন। মেয়ে আর ভাইকে নিয়ে সন্ধ্যায় সেখানে বেড়াতে গিয়েছিলেন জান্নাত।

মুনিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন ছোট্ট | সুবহানা | শর্মা | খেতে | মায়ের | সঙ্গে | ফিরলো | লাশ | হয়ে