আর্কাইভ থেকে এশিয়া

যুদ্ধে শিক্ষা হয়েছে, ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান

যুদ্ধে শিক্ষা হয়েছে, ভারতের সঙ্গে আলোচনায় বসতে চায় পাকিস্তান
ভারতের সঙ্গে তিনটি যুদ্ধে শিক্ষা হয়েছে পাকিস্তানের। আমাদের শান্তিতে থাকতে হলে এবং উন্নতি বজায় রাখতে হলে একে অপরের সাথে ঝগড়া করা বন্ধ করতে হবে। বললেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। দুবাই ভিত্তিক আরবি নিউজ টেলিভিশন চ্যানেল আল আরাবিয়াকে দেয়া সাক্ষাৎকারে কাশ্মীরের মতো 'জ্বলন্ত ইস্যু' নিয়ে খোলাখুলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনার টেবিলে বসার ইচ্ছে প্রকাশ করে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এসব বলেন। তিনি বলেন, ভারতের সঙ্গে তিনটি যুদ্ধে শিক্ষা হয়েছে পাকিস্তানের। ভারতের সঙ্গে এই তিন যুদ্ধের পর থেকেই দেশে অতিরিক্ত দুর্ভোগ, দারিদ্র্য এবং বেকারত্ব দেখা গিয়েছে। আমাদের শান্তিতে থাকতে হলে এবং উন্নতি বজায় রাখতে হলে একে অপরের সাথে ঝগড়া করা বন্ধ করতে হবে। পাশাপাশি সময় এবং সম্পদ নষ্ট করা থেকেও বিরত থাকতে হবে। এদিকে ফের একবার ভারতের বিরুদ্ধে জম্মু ও কাশ্মীরে সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ আনেন শেহবাজ। তাঁর কথায়, এটা বন্ধ করতে হবে। পাক প্রধানমন্ত্রী বলেন, ভারতের সাথে আমাদের এখন পর্যন্ত তিনটি যুদ্ধ হয়েছে এবং এর থেকে শুধুমাত্র জনগণের অতিরিক্ত দুর্দশা, দারিদ্র্য এবং বেকারত্ব বেড়েছে। আমরা এখন আমাদের শিক্ষা পেয়ে গিয়েছি। আমরা শান্তিতে থাকতে চাই। তবে এর জন্য আমাদের আসল সমস্যাগুলি সমাধান করতে হবে। ঈশ্বর না করুক, আমাদের মধ্যে যদি ফের যুদ্ধ হয়, তাহলে তা নিয়ে বলার জন্য কে বেঁচে থাকবে? ভারতের মতো পাকিস্তানও পরমাণু শক্তিধর দেশ। ফলে যুদ্ধ বাঁধলে দু' দেশের পক্ষেই এর পরিণতি ভয়ঙ্কর হতে পারে। এর আগে সম্প্রতি এক অনুষ্ঠানে গিয়ে শেহবাজ বলেছিলেন, পরমাণু শক্তিধর একটি দেশ হয়েও অন্যদের কাছে হাত পেতে ভিক্ষা চাইতে হচ্ছে পাকিস্তানকে। দেশের পক্ষে এটা অত্যন্ত লজ্জাজনক বিষয়। শেহবাজ বলেন, ভারতের সংবিধানে কাশ্মীরিদের স্বায়ত্তশাসনের যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা বাতিল করেছে। তারা সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করেছে। ২০১৯ সালের অগস্ট থেকে সেখানে সংখ্যালঘুদের সঙ্গে চরম অপব্যবহার করা হচ্ছে। আমি বিশদে ঢুকতে চাইছি না। তবে এটা অবশ্যই বন্ধ করতে হবে। যাতে বিশ্বব্যাপী একটি বার্তা যেতে পারে যে ভারত আলোচনার জন্য প্রস্তুত। শেহবাজ শরিফ এরপর সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতি মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের কাছে আবেদন রাখেন যাতে দুই দেশকে একত্রিত করতে সাহায্য করেন তিনি। তিনি বলেন, আমি মহম্মদ বিন জায়েদকে অনুরোধ করেছি তিনি পাকিস্তানের ভাই এবং সংযুক্ত আরব আমিরাত একটি ভ্রাতৃপ্রতিম দেশ। ভারতের সাথেও তার সুসম্পর্ক রয়েছে। দুই দেশকে আলোচনার টেবিলে আনতে তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।

এ সম্পর্কিত আরও পড়ুন যুদ্ধে | শিক্ষা | হয়েছে | ভারতের | সঙ্গে | আলোচনায় | বসতে | চায় | পাকিস্তান